ছবি: ইনস্টাগ্রাম।
বিয়ের মরসুম চলছে। অনেক বিয়ের অনুষ্ঠানেই অদ্ভুত সব ঘটনা ঘটে। বর-বধূ বা আত্মীয়স্বজনকে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। সে রকমই একটি বিয়েবাড়ির ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। তবে সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাত্র, পাত্রী বা আত্মীয়স্বজন না, বিয়ের অনুষ্ঠানে তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল পাকিয়েছেন সেই বিয়ের এক চিত্রগ্রাহক। তাড়াতাড়ি করে আসতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন কনের পায়ের কাছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ি উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। ধীরে ধীরে বরের দিকে এগিয়ে যাচ্ছেন নববধূ। পিছন থেকে তাঁর ছবি তুলছেন এক জন চিত্রগ্রাহক। তা দেখে অন্য এক চিত্রগ্রাহকও তড়িঘড়ি মঞ্চে ওঠার চেষ্টা করেন। কিন্তু তখনই বিপত্তি ঘটে। পা পিছলে মঞ্চের উপরই পড়ে যান ওই চিত্রগ্রাহক যুবক। হুমড়ি খেয়ে কনের একদম পায়ের কাছে পড়েন তিনি। তাঁকে দেখে সবাই হইহই করে ওঠে। চমকে ওঠেন পাত্রও। তবে ওই চিত্রগ্রাহক কিছু ক্ষণ আধশোয়া অবস্থায় ওখানেই থাকেন, যাতে অন্য চিত্রগ্রাহকের ছবি তুলতে কোনও অসুবিধা না হয়। তার পর তাড়াহুড়ো করে উঠে ছবি তুলতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘শিবম৩৩’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। বিয়ের অনুষ্ঠানে ও ভাবে তাড়াহুড়ো করার জন্য চিত্রগ্রাহকের সমালোচনায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। আবার অনেকে তাঁর হার না মানা মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কর্ম করতে গিয়েছিলেন, কাণ্ড করে ফেলেছেন। চিত্রগ্রাহকের জন্য দুঃখ হচ্ছে।’’