সূর্যকুমার যাদব। — ফাইল চিত্র।
কিছুতেই ফর্মে ফিরতে পারছেন না সূর্যকুমার। পঞ্চম ম্যাচে আউট হলেন মাত্র পাঁচ রানে। তিনি আউট হতেই হতাশ মুখ দেখা গেল গম্ভীরের। বশের বলে মিলারের হাতে ক্যাচ দিলেন তিনি।
ভাল শুরু করেও অর্ধশতরান পেলেন না সঞ্জু। লিন্ডের দ্রুতগতির বল পিছিয়ে গিয়ে খেলতে গিয়েছিলেন। লেংথ বুঝতে না পেরে বোল্ড হয়ে গেলেন। ২২ বলে ৩৭ করলেন তিনি।
সঞ্জুর সোজা শট বোলার ডোনোভানের হাতে লেগে আম্পায়ারের হাঁটুতে লাগে। পা ধরে মাটিতে বসে পড়েছেন তিনি। যন্ত্রণায় কাতরাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার চিকিৎসক ছুটে এলেন চিকিৎসা করতে।
বশের বল পুল করতে গিয়েছিলেন অভিষেক। জমা পড়ে উইকেটকিপারের হাতে। আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন অভিষেক। সেখানেও হালকা কম্পন ধরা পড়ে। ফলে ৩৪ রানে ফিরতে হল অভিষেককে।
শুভমন গিল শুরুতেই আউট হয়ে যাচ্ছিলেন। ওপেনিংয়ে ফিরেই ফর্মে সঞ্জু। অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে আগ্রাসী খেলছেন তিনি।
ভারত ৫১-০।
প্রথম বলটি ধরতে গিয়েই চোট পেয়েছিলেন ডি কক। এনগিডির একটি বল ধরতে গিয়ে আবার লেগেছে তাঁর। মাঠে কাতরাচ্ছিলেন। শুশ্রুষার পর আবার কিপিং করছেন।
জানসেনের প্রথম ওভারেই হাত খুললেন ওপেনারেরা। তিনটে চার মেরে শুরু করলেন অভিষেক। শেষ বলে সঞ্জু মারলেন ছক্কা।
ভারত ২৫-০।
শুভমন না থাকায় অভিষেকের সঙ্গে ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন।
মুল্লানপুর, ধর্মশালায় জিতলেও অহমদাবাদে টস হেরে গেলেন সূর্যকুমার। ফলে প্রথমে ব্যাট করতে হবে ভারতকে।