Viral Video

ভাগ্নির সঙ্গে লুকিয়ে সংসার! দাদাদের সঙ্গে গিয়ে স্বামীকে হাতেনাতে ধরলেন বধূ, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৯:২১
Video shows woman caught husband red handed with relative

ছবি: এক্স থেকে নেওয়া।

তাঁদের এখনও বিচ্ছেদ হয়নি। তা সত্ত্বেও ঘর ছেড়ে এসে দূরসম্পর্কের ভাগ্নির সঙ্গে লুকিয়ে সংসার পেতেছেন স্বামী। একসঙ্গে ঘর করছেন। জানতে পেরে নিজের দাদাদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন ওই বধূ। হাতেনাতে ধরেন স্বামীকে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরে একান্তে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন এক যুবক। এমন সময় দাদাদের নিয়ে সেখানে উপস্থিত হন যুবকের স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছে ওই বধূ জানতে পারেন, তাঁদেরই এক আত্মীয়ার সঙ্গে গোপনে সংসার পেতেছেন তাঁর স্বামী। এই নিয়ে দু’পক্ষের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ওই বধূ প্রশ্ন তোলেন, কেন তাঁর সঙ্গে বিচ্ছেদ না নিয়ে এ ভাবে আলাদা সংসার পেতেছেন তাঁর স্বামী। তা নিয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন তিনি। এই সময় ওই বধূর এক দাদা ভগ্নিপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অন্য দিকে, অভিযুক্ত যুবক চুপচাপ দাঁড়িয়ে ছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক যাঁর সঙ্গে গোপনে সংসার ফেঁদেছিলেন, তিনি যুবকেরই দূরসম্পর্কের ভাগ্নি।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার সমবেদনা প্রকাশ করেছেন বধূর প্রতি। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘দুঃখ পাবেন না দিদি। আপনি সব ভুলে নতুন সংসার পাতুন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পরকীয়া আজকালকার দিনে খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। ওঁদের দু’জনের বিয়ে দিয়ে দেওয়া উচিত ছিল।’’

Advertisement
আরও পড়ুন