Viral Video

ট্রেনের কামরায় কিশোরীর সঙ্গে বাজে ব্যবহার! ঘড়ি খুলে যুবককে পেটালেন মহিলা যাত্রী, দিলেন উচিত শিক্ষা

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের কামরায় এক যুবককে দেখে চিৎকার-চেঁচামেচি করছেন এক মহিলা যাত্রী। লোকটির বিরুদ্ধে একটি কিশোরীকে হয়রানির অভিযোগ তুলেছেন ওই মহিলা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৮:৩৪
Video shows woman passenger teach youth a lesson for misbehaving with girl in Train

ছবি: এক্স থেকে নেওয়া।

ট্রেনের কামরায় কিশোরীর সঙ্গে দুর্ব্যবহার। যুবককে একের পর এক চড় মেরে ‘উচিত শিক্ষা’ দিলেন এক মহিলা যাত্রী! চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন ট্রেনে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের কামরায় এক যুবককে দেখে চিৎকার-চেঁচামেচি করছেন এক মহিলা যাত্রী। লোকটির বিরুদ্ধে একটি কিশোরীকে হয়রানির অভিযোগ তুলেছেন ওই মহিলা। বাগ্‌বিতণ্ডা চলকালীন হঠাৎ করেই রেগে যান তিনি। ঘড়ি খুলে মারতে শুরু করেন যুবককে। তাঁকে বলতে শোনা যায়, ‘‘মেয়েটির গায়ে আর হাত দিলে তোকে মেরে ফেলব।’’ এর পর যুবককে ট্রেনের দরজার দিকে সরে যেতে বলেন ওই মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ৪২ সেকেন্ডের সেই ভিডিয়ো। প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে সেটি। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। একই সঙ্গে ওই মহিলার প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অত্যন্ত সাহসী এই মহিলা। দিদি আপনাকে কুর্নিশ।’’

Advertisement
আরও পড়ুন