viral video

বাইকের পিছনে বসে স্বামীকে একটানা জুতোপেটা! স্ত্রীর মারমুখী আচরণে সমালোচনার ঝড় সমাজমাধ্যমে

উড়ালুপলের নীচ দিয়ে বাইক চালাচ্ছিলেন এক তরুণ। পি‌ছনে বসে ছিলেন এক তরুণী। তরুণী হঠাৎই ওই তরুণকে চটি দিয়ে মারতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৩:১৬
Wife manhandled her husband with a slipper

ছবি: সংগৃহীত।

দাম্পত্যকলহ ‘হাটের মাঝে’ এনে ফেললেন এক দম্পতি। বাইকে বসে স্বামীকে জুতো দিয়ে মারতে শুরু করলেন স্ত্রী। প্রকাশ্য রাস্তায় সকলের সামনে স্বামীকে জুতোপেটা করতে শুরু করেন তিনি। সেই অপ্রত্যাশিত ও নাটকীয় ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। হইচই প়ড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভিডিয়ো থেকে পাওয়া তথ্য অনুসারে ঘটনাটি ঘটেছে লখনউয়ে। ভিডিয়োটি কবেকার তা-ও স্পষ্ট নয়। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ফ্লাইওভারের নীচ দিয়ে বাইক চালাচ্ছেন এক তরুণ। পি‌ছনে বসে এক তরুণী। তরুণী হঠাৎই তরুণকে চটি দিয়ে মারতে শুরু করেন। ডান হাতে চটি দিয়ে তরুণের মাথায় মারা শুরু করেন তিনি। পরমুহূর্তেই বাঁ হাতে চটি নিয়ে মুখে আঘাত করতে থাকেন। অবাক করার মতো বিষয় হল তরুণ এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া না জানিয়ে এক মনে বাইক চালাতে থাকেন। এরই মাঝে তরুণী তাঁর স্বামীকে বাইকটি বাঁদিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত করতে থাকেন। যদিও সেই কথায় কর্ণপাত করেননি স্বামী। কথা না শোনায় তাঁর কপালে জোটে উপর্যুপরি চটির আঘাত।

ভিডিয়োটি ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের এক্স হ্যান্ডল থেকে ২০ মে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক হাজার বার দেখা হয়েছে। তরুণীর আচরণের সমালোচনা করে মন্তব্যের ঝ়়ড় বয়ে গিয়েছে মন্তব্য বিভাগে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এই কাজ যদি তরুণীর স্বামী করতেন তা হলে সমাজ তাঁর বেঁচে থাকা দুর্বিষহ করে তুলত।’’ আর এক জন নেটমাধ্যম ব্যবহারকারীর মতে, ‘‘বাইক থেকে নেমে স্ত্রীর এই অভব্য আচরণের প্রতিবাদ করা উচিত ছিল তরুণের।’’

Advertisement
আরও পড়ুন