Viral Video

স্কুলভ্যানে ধাক্কা, স্থানীয়দের দেখে গালিগালাজ! তরুণীকে গাড়ি থেকে নামিয়ে পেটাল জনতা, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘শোনি কপূর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৯
Woman caught by locals after allegedly hitting school van

ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি নিয়ে স্কুলভ্যানে ধাক্কা দেওয়ার অভিযোগ। চালক তরুণীকে তাড়া করে গাড়ি থেকে নামিয়ে মারধর করল গ্রামবাসীরা। লাঠিপেটা করা হল তাঁকে। পরে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরে। ঘটনার একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাজমাধ্যমে ‘বিকানের শেরনি’ নামে জনপ্রিয় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি স্কুলভ্যানে ধাক্কা মারেন তিনি। স্থানীয়েরা তাঁকে আটকানোর চেষ্টা করলে গাড়ি থেকে লাঠি হাতে বেরিয়ে এসে গালিগালাজও নাকি করেন। এর পর ওই জায়গা থেকে চলে যান। তবে স্থানীয় গ্রামবাসীদের একাংশ তরুণীকে ধাওয়া করে তাঁর গাড়ি আটকান। গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় তাঁকে। মাটিতে ফেলে লাঠি দিয়েও নাকি মারা হয়। পরে কয়েক জন এসে তাঁকে উদ্ধার করেন। মার খেয়ে কাঁদতে শুরু করেন তরুণী। কয়েক জনের সঙ্গে বাগ্‌বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘শোনি কপূর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটাগরিকদের অনেকে ওই তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। অনেকে আবার তরুণীকে পুলিশের হাতে তুলে না দিয়ে তাঁকে মারধর করার নিন্দা করেছেন। যদিও পুরো বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন