Bizarre

‘ট্রেন্ডে’ বয়ে গিয়ে ছোট্ট কন্যার মাথায় ডিম ভেঙে গ্রেফতার মা, দিতে হল দেড় লক্ষাধিক টাকা জরিমানা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সুইডেনের হেলসিংবার্গে ঘটনাটি ঘটে। তখন ওই মহিলার বয়স ছিল ২৪। অনলাইনে জনপ্রিয় হতে গিয়ে মজার ছলে শিশুকন্যার মাথায় ডিম ভাঙেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৭:০৬
Woman from Sweden arrested and fined for doing egg prank daughter

—প্রতীকী ছবি।

ছোট্ট কন্যার মাথায় ডিম ভেঙেছিলেন মা। মেয়েকে অস্বস্তিকে ফেলে হাসতে হাসতে সেই ভিডিয়ো ক্যামেরাবন্দিও করেছিলেন। সেই দোষে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। সম্প্রতি ওই মহিলাকে ১.৭৭ লক্ষ টাকা জরিমানাও করল আদালত।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সুইডেনের হেলসিংবার্গে ঘটনাটি ঘটে। তখন ওই মহিলার বয়স ছিল ২৪। অনলাইনে জনপ্রিয় হতে গিয়ে মজার ছলে শিশুকন্যার মাথায় ডিম ভাঙেন তিনি। মায়ের সেই কাণ্ডে অবাক হয়ে যায় শিশুটি। এমনকি তার মাথায় লেগেছে বলেও মাকে বলে সে। কিন্তু কন্যার সেই কথায় পাত্তা দেননি মহিলা। উল্টে হাসতে হাসতে পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। অনলাইনে পোস্টও করেন সেই ভিডিয়ো। আর তার পরেই বিপত্তি বাধে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সুইডিশ প্রশাসনের চোখে পড়ে। বিষয়টিকে মোটেও মজা হিসাবে দেখেনি প্রশাসন। কন্যাকে হয়রানির অভিযোগ ওঠে মহিলার বিরুদ্ধে। সন্তানের সঙ্গে অনুপযুক্ত আচরণের অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। আদালতেও তোলা হয় তাঁকে।

গত মাসে সেই মামলার রায় ঘোষণা করেছে সুইডেনের একটি আদালত। রায়ে মেয়েকে নির্যাতনের অভিযোগে ওই মহিলাকে প্রায় ১.৭৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ওই ধরনের কোনও কাজ করা নিয়ে মহিলাকে সতর্কও করেছে আদালত।

Advertisement
আরও পড়ুন