Bizarre

‘আপনি খোলামেলা পোশাক পরলে আমার স্বামী চঞ্চল হয়ে পড়ে’! তরুণী প্রতিবেশীকে সহবত শিখিয়ে মোক্ষম জবাব পেলেন বধূ

রেডিটে ‘ঘেটোহিপি৭৫৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তরুণী। জানিয়েছেন, গত ১৩ বছর কোনও প্রতিবেশীর সঙ্গে ঝামেলা বাধেনি তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ০৭:৪৭
Woman gives answer after neighbour taunt about her dressing

ছবি: সংগৃহীত।

তরুণী প্রতিবেশী খোলামেলা পোশাক পরেন। ওই পোশাকে নাকি তরুণীর দিকে তাকিয়ে থাকা যায় না। এর ফলে অস্বস্তিতে পড়তে হয় তাঁর পরিবারকে। প্রতিবেশী ওই তরুণীকে ডেকে তেমনটাই জানিয়েছিলেন এক বধূ। তবে কথা শোনাতে গিয়ে মোক্ষম জবাব শুনে ফিরে আসতে হল তাঁকে। প্রতিবেশী বধূকে কী জবাব দিয়েছিলেন তরুণী? পুরো ঘটনাটি সমাজমাধ্যম রেডিটে ভাগ করে নিয়েছেন তরুণী নিজেই।

Advertisement

রেডিটে ‘ঘেটোহিপি৭৫৭’ নামে একটি অ্যাকাউন্ট থেকে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ওই তরুণী জানিয়েছেন, গত ১৩ বছর ধরে তিনি ওই বাড়িতে বসবাস করছেন। কিন্তু কোনও দিন প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা বাধেনি তাঁর। সম্প্রতি একটি নতুন পরিবার তাঁর প্রতিবেশী হয়ে আসে। তরুণীর দাবি, নতুন প্রতিবেশী মহিলা দরজার সামনে দাঁড়িয়ে প্রায়ই তাঁর দিকে নজর রাখতেন। এর ফলে বিরক্ত হতেন তরুণী।

তরুণী এ-ও জানিয়েছেন, কয়েক দিন আগে প্রতিবেশী ওই বধূ সমস্ত সীমা অতিক্রম করে ফেলেন। সরাসরি তাঁর ঘরে ঢুকে আসেন। নিজের পরিচয় দিয়ে ওই মহিলা নাকি দাবি করেন যে, তরুণীর পোশাক পরার ধরন নিয়ে তাঁর আপত্তি আছে। এর ফলে তাঁর স্বামী চঞ্চল এবং বিভ্রান্ত হচ্ছেন। পরিবারের বাকি সদস্যদেরও তরুণীর জন্য অস্বস্তিতে পড়তে হচ্ছে। প্রতিবেশী মহিলার ওই কথা শুনে অবাক হয়ে যান তরুণী। কারণ, এর আগে তাঁকে কেউ কখনও ওই ধরনের কথা বলেননি। কিছুটা সামলে নিয়ে শান্ত ভাবে জানান, অন্য কারও পোশাকের সমালোচনা না করে মহিলা যেন নিজের স্বামীর দিকে নজর দেন। এর পর বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হওয়ার পরে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান প্রতিবেশী মহিলা।

তরুণীর সেই পোস্ট ইতিমধ্যেই অনেক রেডিট ব্যবহারকারী দেখেছেন। হইচই পড়েছে পোস্টটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের একাংশ ওই তরুণীর সমর্থন করে সরব হয়েছেন। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘নিজের বাড়িতে এক জন মানুষ কী ভাবে পোশাক পরবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। অন্য কারও তা নিয়ে প্রশ্ন করার অধিকার নেই।’’

Advertisement
আরও পড়ুন