—প্রতীকী চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বেআইনি কল সেন্টার খুলে সেখান থেকে আমেরিকার নাগরিকদের প্রতারণার কারবার ফেঁদে বসেছিল সাইবার জালিয়াতেরা। আমেরিকারই একটি অনলাইনে অর্থ লেনদেনকারী সংস্থার কর্মীর পরিচয় দিয়ে চলছিল ওই প্রতারণা। ঘটনার তদন্তে নেমে পাঁচ প্রতারককে গ্রেফতার করল কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম সরিম রেজা, সন্দীপ চৌধুরী, অঙ্কিত প্রদীপ, নাজিস আহমেদ এবং মহম্মদ আসিফ আখতার। বৃহস্পতিবার আদালত তাদের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে নারকেলডাঙা থেকে গ্রেফতার করা হয় সরিমকে। তাকে জেরা করে ওই কল সেন্টারে হানা দিয়ে বাকিদের ধরে পুলিশ। ধৃতদের মধ্যে সন্দীপের বাড়ি খিদিরপুরে, অঙ্কিতের বাড়ি দক্ষিণ দিল্লিতে, নাজিসের বাড়ি তিলজলায় এবং আসিফ তালতলার বাসিন্দা। বাজেয়াপ্ত করা হয়েছে ১২টি ল্যাপটপ, তিনটি রাউটার, ছ’টি মোবাইল।
তদন্তে পুলিশ জেনেছে, অভিযুক্তেরা নিজেদের আমেরিকার একটি অর্থ লেনদেনকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে যোগাযোগের নম্বর দিত সে দেশের বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে। প্রতারিতেরা যোগাযোগ করলে অভিযুক্তেরা প্রযুক্তিগত সহায়তা দেওয়ার নাম করে তাঁদের অ্যাকাউন্টে ঢুকে অর্থ হাতিয়ে তা স্থানান্তর করত বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং ডিজিটাল ওয়ালেটে।