Shoot Out Case At Aamdanga

তৃণমূল উপপ্রধান-পুত্রের বিবাহিত প্রেমিকাও ধৃত! আমডাঙা গুলিকাণ্ডে বৌমার বিরুদ্ধে অভিযোগ শ্বশুরের

মঙ্গলবার আমডাঙার পদ্মলাভপুরে গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন মোশিয়ার মণ্ডল নামে এক যুবক। খুনের চেষ্টার অভিযোগ ওঠে তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফ আলির বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৭:১৩
Aamdanga Shoot Out Case

পরকীয়া থেকে অশান্তি, গুলি চলার ঘটনায় আক্রান্তের স্ত্রীকেও গ্রেফতার করল পুলিশ। —প্রতিনিধিত্বমূলক ছবি।

এক যুবককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের উপপ্রধানের ছেলে। এ বার তাঁর প্রেমিকা অর্থাৎ, আক্রান্ত যুবকের স্ত্রীকেও গ্রেফতার করল পুলিশ। বুধবার শ্বশুরের অভিযোগের প্রেক্ষিতে বৌমাকে পাকড়াও করা হয়েছে। অন্য দিকে, উপপ্রধানের পুত্রকে আগেই আদালতে হাজির করানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার আমডাঙার পদ্মলাভপুরে গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন মোশিয়ার মণ্ডল নামে এক যুবক। খুনের চেষ্টার অভিযোগ ওঠে তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফ আলির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, মোশিয়ারের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আরিফ। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ চরমে উঠেছিল। তার পরেই ওই হামলার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, প্রেমিকার স্বামী মোশিয়ারের সঙ্গে প্রথমে হাতাহাতি হয় আরিফের। তার পর উপপ্রধানের পুত্র গুলি চালান। একটি গুলি লাগে মোশিয়ারের বাঁ চোখে। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার সকালে মোশিয়ারের বাবার অভিযোগের ভিত্তিতে মোশিয়ারের স্ত্রী রূপসানা বিবিকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ‘প্রেমিক-প্রেমিকা’কে বারাসাত জেলা আদালতে হাজির করানো হবে। আরিফের কাছে কী ভাবে আগ্নেয়াস্ত্র এল, কেন তিনি হামলা চালালেন, সত্যিই গুলি না কি অন্য কিছু দিয়ে তিনি মোশিয়ারকে আক্রমণ করেন, এই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের স্বার্থে আরিফকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন