ভারতের স্থল সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
লাদাখের শাক্সগাম উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়ে আরও এক বার অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ভারতের স্থল সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান, ওই উপত্যকায় চিন এবং পাকিস্তানের কার্যকলাপ মানবেন না তাঁরা। সেখানে দুই পড়শি দেশের কার্যকলাপকে ‘অবৈধ’ বলেও অভিহিত করেছেন তিনি।
লাদাখের সিয়াচেন হিমবাহের পূর্বপ্রান্তের শাক্সগাম উপত্যকায় দীর্ঘ দিন ধরেই পরিকাঠামো তৈরি করছে চিন। বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। ভারতের আপত্তির প্রেক্ষিতে সোমবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং দাবি করেন, শাক্সগাম উপত্যকা চিনেরই অংশ এবং সেখানে তাঁদের উন্নয়নমূলক কাজ করার অধিকার রয়েছে। ১৯৬৩ সালে চিন এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সীমান্তচুক্তি অনুসারে ওই জায়গা তাদের বলে দাবি বেজিঙের।
মঙ্গলবার ভারতের স্থল সেনাপ্রধান ওই চুক্তিকে ‘অবৈধ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা ওখানে (শাক্সগাম উপত্যকা) কোনও কার্যকলাপ মেনে নেব না। আমরা চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিষয়ে অবহিত রয়েছি। আমরা এটা মানব না। দুই দেশের (চিন এবং পাকিস্তান) এই পদক্ষেপকে আমরা অবৈধ হিসাবেই গণ্য করব।” প্রসঙ্গত, গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও স্থল সেনাপ্রধানের সুরে জানিয়েছিলেন, চিন এবং পাকিস্তানের ওই সীমান্তচুক্তি অবৈধ।
বছর দেড়েক আগেই উপগ্রহচিত্র মারফত দেখা গিয়েছিল, পাক অধিকৃত ভারতীয় ভূখণ্ডের শাক্সগাম এলাকায় (সামরিক পরিভাষায় ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট) সড়ক এবং সুড়ঙ্গপথ নির্মাণ করছে ভারতীয় সেনা। ১৯৪৮ সালেই অবিভক্ত জম্মু ও কাশ্মীরের ওই এলাকা দখল করেছিল পাক সেনা। ১৯৬৩ সালের মার্চ মাসে সিয়াচেন হিমবাহের পূর্বপ্রান্তের শাক্সগাম এলাকা বেজিংয়ের হাতে তুলে দিয়েছিল ইসলামাবাদ। এখন ওই এলাকা বরাবর চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি করতে চাইছে বেজিং।
এর মধ্যে আবার দিল্লিতে এসে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা। এই ঘটনায় পদ্মশিবিরকে নিশানা করেছে কংগ্রেস। মঙ্গলবার দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে সমাজমাধ্যমে লেখেন, “চিন শাক্সগাম উপত্যকা নিজেদের এলাকা বলে দাবি করছে। গত কয়েক দিন ধরেই সেখানে নির্মাণকাজ চলছে। চিন কী ভাবে এই সমস্ত জায়গায় ঢুকতে পারছে? আর তার পর বিজেপি নেতারা চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করছেন?”
এই বৈঠক প্রসঙ্গে বিজেপির বিদেশ সংক্রান্ত বিভাগের ভারপ্রাপ্ত নেতা বিজয় চৌথাইওয়ালে জানান, মঙ্গলবার দিল্লির দলীয় দফতরে তাঁরা চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। দুই দলের পারস্পরিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই বৈঠক বলে জানান তিনি।