Two Bodies Recovered in Sodepur

সোদপুরের আবাসন থেকে উদ্ধার দুই বোনের দেহ! দীর্ঘ দিন না খেয়েই কি মৃত্যু?

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের আর্থিক কোনও সংস্থান ছিল না। খাওয়ার টাকাও জুটত না তাঁদের।

Advertisement
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭

— প্রতীকী চিত্র।

উত্তর ২৪ পরগনার সোদপুরের আবাসন থেকে দুই বোনের দেহ উদ্ধার। তাঁরা পানিহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র দত্ত রোডের বাসিন্দা। কী ভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতদের নাম সবিতা দত্ত চট্টোপাধ্যায় (৬১) এবং কনিকা দত্ত (৫৭)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় খড়দহ থানার পুলিশ।

Advertisement

সোদপুরের হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের একতলা থেকে দুই বোনের দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটে ওই দুই বোন ছাড়া আর কেউ থাকতেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের আর্থিক কোনও সংস্থান ছিল না। খাওয়ার টাকাও জুটত না তাঁদের।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দীর্ঘ দিন অনাহারে থাকার কারণেই মৃত্যু হয়েছে দুই বোনের। ময়নাতদন্তের জন্য দু’জনের দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

Advertisement
আরও পড়ুন