forgery

ওষুধ বিক্রির ১৫ কোটি টাকা লোপাট! ধৃত যুবক ও তাঁর দুই বান্ধবী, বাজেয়াপ্ত নগদ-সহ ফ্ল্যাট, চারটি গাড়ি

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি। ‘সস্তা সুন্দর’ নামে একটি সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগ, এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস নামে একটি সংস্থা তাদের হয়ে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিত।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২৩:২০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

একটি সংস্থার ১৫ কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্য এবং তাঁর দুই বান্ধবী পম্পা মিস্ত্রি এবং শতরূপা সরকারকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ। এখনও পর্যন্ত ধৃতদের থেকে সাড়ে চার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি। ‘সস্তা সুন্দর’ নামে একটি সংস্থার পক্ষ থেকে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের অভিযোগ, এসবি সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস নামে একটি সংস্থা তাদের হয়ে বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিত। ওষুধ বিক্রির টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা থাকলেও, তা প্রায় দু’বছর ধরে বন্ধ। অভিযোগ, প্রায় ১৫ কোটি টাকার ওষুধ বিক্রি করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছে ওই সংস্থা।

তদন্তে নেমে প্রথমে গ্রেফতার করা হয় তারকনাথকে। এর পর একে একে বাজেয়াপ্ত হয় তাঁর তিনটি চারচাকা গাড়ি (এক এক টির দাম প্রায় ২৫ লক্ষ টাকা), চারটি ফ্ল্যাট, ১২টি বাইক, একটি দোকান, জমি, নগদ টাকা। এছাড়া ৫১ লক্ষ টাকার ওষুধ এবং ১ কোটি ৭৯ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পম্পা মিস্ত্রির নাম উঠে আসে, যিনি সংস্থার হিসাবরক্ষক ছিলেন। তাঁকে নিমতা থেকে গ্রেফতার করা হয়। তারকনাথের অন্য বান্ধবী শতরূপা সরকারকে গ্রেফতার করা হয় গল্ফগ্রিন এলাকা থেকে। তিনি এর আগে পানশালায় গান গাইতেন। মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৫০ লক্ষ টাকা।

Advertisement
আরও পড়ুন