Man Killed Mother At Magrahat

৪ মাসেই দাম্পত্যে চিড়, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে মাকে কুপিয়ে খুন করলেন যুবক!

পুলিশ সূত্রে খবর, চার মাস আগে আতাউল্লাহ গাজি নামে এক যুবকের বিয়ে হয়। তবে পারিবারিক কারণে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান। সেই থেকে মায়ের সঙ্গে অশান্তি হত যুবকের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১৪:৪০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে। তারই মধ্যে পারিবারিক অশান্তিতে রেগেমেগে বাপের বাড়ি চলে গিয়েছেন বধূ। স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য মায়ের কাছে দরবার করেছিলেন পুত্র। মা তাতে কর্ণপাত করেননি। অভিযোগ, এই কারণে বৃদ্ধা মাকে কুপিয়ে খুন করেছেন পুত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের গোকর্ণী এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, চার মাস আগে আতাউল্লাহ গাজি নামে এক যুবকের বিয়ে হয়। তবে পারিবারিক কারণে তাঁর স্ত্রী বাপের বাড়িতে চলে যান। পরিবারের দাবি, স্ত্রীকে বাড়ি ফেরাতে মায়ের উপর চাপ দিচ্ছিলেন আতাউল্লাহ। সেটা হয়নি। স্ত্রীকে বাড়িতে না আনায় মায়ের প্রতি ক্ষোভ জমতে থাকে তাঁর। তার পরই ওই খুনের ঘটনা।

মাকে খুনের পর পলাতক ছিলেন আতাউল্লাহ। অবশেষে ধামুয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এবং পরে গ্রেফতারও করা হয়েছে। রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার আদালতে হাজির করানো হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, একটি ধারালো অস্ত্র দিয়ে মাকে হত্যা করেছেন তিনি। তার পর ধামুয়া এলাকায় আত্মগোপন করেছিলেন। মগরাহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের কিছু মানসিক সমস্যা রয়েছে। সে জন্য ওষুধপত্র খেতেন। সেই কারণে নববিবাহিত বধূ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন