Kultali Firing Incident

কুল পাড়া নিয়ে কুলতলিতে অশান্তি, চলল গুলি! জখম দু’জনের মধ্যে আশঙ্কাজনক এক

রফিকুল মোল্লা, নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লারা কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার বাসিন্দা। গাছ থেকে কুল পাড়া নিয়ে তাঁদের বচসা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১১:০২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

সামান্য কুল পাড়া নিয়ে দুই পরিবারের বচসার মাঝে গুলি চলার অভিযোগ। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। গন্ডগোলে জখম হয়েছেন দু’জন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।

Advertisement

রফিকুল মোল্লা, নাজমুল হক মোল্লা, হাকিমুল মোল্লারা কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ার বাসিন্দা। শনিবার গাছ থেকে কুল পাড়া নিয়ে তাঁদের বচসা হয়। অভিযোগ, রফিকুল সেই সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালান। বন্দুকের বাট দিয়ে তিনি মারধর করেন নাজমুল এবং হাকিমুলকে। মাথা ফেটে রক্তাক্ত হন দু’জন। স্থানীয় বাসিন্দারা গুলি চালানোর কথা বললেও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি। জেলা পুলিশ সুপার শুভেন্দ্র কুমার জানিয়েছেন, এ পর্যন্ত গুলি চলার কোনও প্রমাণ মেলেনি। কী হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।

কুলতলি থানার পুলিশ মূল অভিযুক্তকে আটক করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হননি। ওই নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের নিয়মিত টহলদারি চলছে।

Advertisement
আরও পড়ুন