ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
অর্থের চাহিদা সকলেরই জীবনে থাকে। হাতে পর্যাপ্ত টাকা থাকলে জীবনের অর্ধেকের বেশি সমস্যারই যেন সমাধান হয়ে যায়। তেমনই টাকার অভাবে সব সমস্যা যেন জাঁকিয়ে বসে। অনেকেই মনে করেন যে, টাকার সমস্যা মেটাতেই প্রয়োজন টাকার। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আমাদের নিত্যব্যবহার্য নানা জিনিস দিয়েও যদি বিশেষ কিছু উপায় পালন করা যায়, তা হলে টাকার সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। বদলে লক্ষ্মী নিজে আপনার ঠিকানা খুঁজে নেবেন। আমরা প্রায় সকলেই রান্নায় নানা রকম মশলা ব্যবহার করে থাকি। সেই মশলাও আমাদের টাকার সমস্যা মেটাতে সক্ষম। তা প্রতি দিনের খাদ্যতালিকায় রাখলেই চলবে। টোটকা পালনের সময় না পেলেও ক্ষতি নেই।
কোন কোন মশলার গুণে অর্থসমস্যা পিছু ছাড়বে?
মৌরি: মৌরির সঙ্গে সম্পদ ও অর্থের সম্পর্ক রয়েছে। তার মিষ্টি স্বাদ অর্থকে আমাদের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। যে কোনও শুভ কাজে বেরোনোর সময় মুখে কয়েক দানা মৌরি ফেলে গেলে খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস। প্রতি রাতে খাবারের পর অবশ্যই একটু করে মৌরি খান। দেখবেন অর্থসঙ্কট জীবন থেকে ধীরে ধীরে চলে যাবে।
হলুদ: জ্যোতিষশাস্ত্রে হলুদের গুণাগুণ সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবহাল। হলুদের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক রয়েছে। তাই এটি আমাদের দিকে টাকা আকৃষ্ট করতে সাহায্য করে। প্রতি দিনের রান্নায় তাই হলুদ ব্যবহারের নিদান দেন জ্যোতিষীরা। এ ছাড়া স্নানের জলে এক চিমটে হলুদ ফেলে স্নান করলেও খুব ভাল ফল পাবেন।
আদা: প্রচলিত মশলার মধ্যে না পড়লেও, আদা ভাগ্য বদলাতে সক্ষম। জীবনে সফলতা প্রাপ্তিতে সহায়তা করে আদা। যে কোনও নেগেটিভ শক্তিকে আমাদের থেকে দূরে রাখে। প্রতি দিনের খাদ্যতালিকায় তাই আদা অবশ্যই রাখুন।
দারুচিনি: দারুচিনিও অর্থ আকৃষ্ট করতে সক্ষম। আমাদের জীবনে সমৃদ্ধি আনতে এই মশলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে প্রতি দিনের রান্নায় এই মশলার বিশেষ ব্যবহার সব বাড়িতে দেখা যায় না। সে ক্ষেত্রে দারুচিনির চা বানিয়ে খেতে পারলে খুব ভাল হয়। এ ছাড়া বাড়ির প্রতিটি কোনায় অল্প দারুচিনির গুঁড়ো ছড়াতে পারলেও ভাল ফল পাবেন। অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে।