Birth Date Compatibility

জন্মদিনে লুকিয়ে জীবনসঙ্গীর ‘ঠিকুজি’! জন্মতারিখ মিলিয়ে দেখে নিন কোন তারিখে জন্মানো ব্যক্তির সঙ্গে দাম্পত্যজীবন সুখের হবে?

জন্মদিনের ভিত্তিতে উক্ত ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব বেশি বা কম থাকবে, শুভ প্রভাব পাবেন না অশুভ ফল পাবেন নির্ভর করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মদিনের সংখ্যার উপর ভিত্তি করে জানা যায় সেই মানুষের জীবন কেমন চলবে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৮:১১
wedding

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে জন্মদিন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের অনেক কিছু পরিবর্তন করা গেলেও জন্মদিনের সংখ্যা বা জন্মদিন পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণেই জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মদিনকে ভগবানের আশীর্বাদ বলা হয়। জন্মদিনের ভিত্তিতে উক্ত ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব বেশি বা কম থাকবে, শুভ প্রভাব পাবেন না অশুভ ফল পাবেন নির্ভর করে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী জন্মদিনের সংখ্যার উপর ভিত্তি করে জানা যায় সেই মানুষের জীবন কেমন চলবে।

Advertisement

গ্রহদের মধ্যে যেমন শত্রু-মিত্রের সম্পর্ক আছে, তেমনই গ্রহের প্রভাবের কারণে ভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কের ভিন্নতা দেখা যায়। কোনও মানুষের সঙ্গে যেমন আমাদের সম্পর্ক খুব ভাল হয়, তেমনই কারও সঙ্গে আমাদের বিশেষ বনিবনা থাকে না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাই জন্মতারিখ বিচার করা জরুরি। কারণ, দাম্পত্যজীবনে জীবনসঙ্গী বা ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অংশীদারের সঙ্গে সর্বদা মতের অমিল হলে বিবাহিত জীবন বা ব্যবসা, উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে জীবনসঙ্গী বা ব্যবসার ক্ষেত্রে অংশীদার নির্বাচনের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি।

আপনার জন্মদিন অনুযায়ী কোন তারিখে জন্মানো ব্যক্তি আপনার জন্য শুভ?

  • আপনার জন্মদিন ১ বা ১০ তারিখ হলে সঙ্গীর জন্মদিন ১, ১০, ২, ১১, ২০, ৩, ১২, ২১, ৩০, ৯, ১৮, ২৭ তারিখ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ২, ১১ বা ২০ তারিখ হলে সঙ্গীর জন্মদিনের তারিখ ২, ১১, ২০, ১ ,১০, ৫, ১৪, ২৩ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ৩, ১২, ২১ অথবা ৩০ তারিখ হলে সঙ্গীর জন্মদিন ৩, ১২,২১, ৩০, ১, ১০, ২, ১১, ২০, ৯, ১৮, ২৭ তারিখ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ৪, ১৩, ২২ বা ৩১ তারিখ হলে সঙ্গীর জন্মদিন ৪, ১৩, ২২, ৩১, ৫, ১৪, ২৩, ৮, ১৭, ২৬, ৬, ১৫, ২৪ তারিখ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ৫, ১৪ বা ২৩ তারিখ হলে সঙ্গীর জন্মদিন ৫, ১৪, ২৩, ১, ১০, ৬, ১৫ ,২৪ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ৬, ১৫ বা ২৪ হলে সঙ্গীর জন্মদিন ৬, ১৫, ২৪, ৫, ১৪, ২৩, ৮, ১৭, ২৬ তারিখ হওয়া শুভ ।
  • আপনার জন্মদিন ৭, ১৬ বা ২৫ হলে সঙ্গীর জন্মদিন ৭, ১৬, ২৫, ৬, ১৫, ২৪, ২, ১১, ২০ তারিখ হওয়া শুভ ।
  • আপনার জন্মদিন ৮, ১৭ বা ২৬ হলে সঙ্গীর জন্মদিন ৮, ১৭, ২৬, ৩, ১২, ২১, ৩০, ৫, ১৪, ২৩, ৬, ১৫, ২৪ তারিখ হওয়া শুভ।
  • আপনার জন্মদিন ৯, ১৮ বা ২৭ হলে সঙ্গীর জন্মদিন ৯, ১৮, ২৭, ১, ১০, ২, ১১, ২০, ৩, ১২, ২১, ৩০ তারিখ হওয়া শুভ।
Advertisement
আরও পড়ুন