Astro Tips

কেবল ঠাকুরের আসন নয়, সন্ধ্যায় বাড়ির আরও চার স্থানে প্রদীপ জ্বাললেই হবে সৌভাগ্যের উদয়, জীবনে আসবে লক্ষ্মীশ্রী

শাস্ত্রমতে, সন্ধ্যাবেলা বাড়ির কিছু জায়গায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। এর ফলে সৌভাগ্যের উদয় হয়। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের সমীকরণও খুব ভাল থাকে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৩:৩৯
diya

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়িতে শুভ শক্তির প্রবাহ বজায় রাখার লক্ষ্যে আমরা অনেক কিছুই করে থাকি। শাস্ত্রমতে, সকাল-সন্ধ্যা বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার হয়। শাস্ত্রমতে, সন্ধ্যাবেলা বাড়ির কিছু জায়গায় প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। এর ফলে সৌভাগ্যের উদয় হয়। বাড়ির সদস্যদের মধ্যে সম্পর্কের সমীকরণও খুব ভাল থাকে। কোন কোন জায়গায় প্রদীপ জ্বালাতে হবে দেখে নিন।

Advertisement

সন্ধ্যাবেলা বাড়ির কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হবে?

সদর দরজা: বাস্তুমতে, সদর দরজায় লক্ষ্মীর বাস থাকে। তাই প্রতি দিন সন্ধ্যায় বাড়ির সদর দরজায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আর্থিক কষ্ট দূর হয়। সমৃদ্ধি লাভ করা যায়।

টাকা রাখার জায়গা: বাড়ির টাকা রাখার জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। প্রতি সন্ধ্যায় সেই স্থানে প্রদীপ জ্বালানো যেতে পারে। রোজ সম্ভব না হলে সপ্তাহে অন্তত দু’দিন এই কাজ করতে পারেন। এর ফলে লক্ষ্মীদেবীর কৃপাদৃষ্টি আপনার উপর পড়বে।

তুলসীমঞ্চ: প্রতি সকাল ও সন্ধ্যায় বাড়িতে থাকা তুলসীগাছ বা তুলসীমঞ্চের সামনে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। সকালে সম্ভব না হলেও সন্ধ্যাবেলা তুলসীগাছের সামনে অবশ্যই প্রদীপ জ্বালুন। এর ফলে জীবনে সমৃদ্ধি লাভ করতে পারবেন। সৌভাগ্য আপনার সঙ্গ ছাড়বে না।

কল: অনেকেই জানেন না যে বাড়ির জলের জায়গার কাছেও প্রদীপ জ্বালালে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটানো যায়। বাড়িতে থাকা জলের ট্যাঙ্ক বা কলের সামনে প্রতি সন্ধ্যায় একটা করে প্রদীপ জ্বালুন। নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন।

ঠাকুরের জায়গা: রোজ সন্ধ্যায় ঠাকুরের স্থানে অবশ্যই প্রদীপ জ্বালতে হবে। সন্ধ্যায় সম্ভব না হলে, রাতে বাড়ি ফিরে প্রদীপ জ্বালুন। সেই প্রদীপের তেল শেষ না হওয়া পর্যন্ত সেটিকে জ্বলতে দিন।

Advertisement
আরও পড়ুন