Saraswati Puja 2026

এই বছর জানুয়ারিতেই হবে বিদ্যার দেবীর বন্দনা! কবে পড়ছে সরস্বতী পুজো? তিথি শুরু ও শেষ কখন?

দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ, দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৭:৫২
saraswati

—প্রতীকী ছবি।

‘জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।

Advertisement

বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে।।’

দেবী সরস্বতী বৈদিক দেবী। বৈদিক যুগে দেবী সরস্বতীর চার বাহুর উল্লেখ পাওয়া যায়। দেবী শ্বেতপদ্মে উপবেশিত, চার হাতে বই, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। বই বিদ্যা, জপমালা জ্ঞান, জলের পাত্র সৃষ্টি এবং বীণা সঙ্গীতের প্রতীক। দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র, আবির, আমের মুকুল, যবের শীষ, দোয়াত-কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়।

আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার সরস্বতী পুজো।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

পঞ্চমী তিথি আরম্ভ–

ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।

বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।

সময়– রাত ২টো ৩০ মিনিট।

পঞ্চমী তিথি শেষ–

ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার ।

বাংলা– ৯ মাঘ, শুক্রবার।

সময়– রাত ১টা ৪৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

পঞ্চমী তিথি আরম্ভ–

ইংরেজি– ২২ জানুয়ারি, বৃহস্পতিবার।

বাংলা– ৮ মাঘ, বৃহস্পতিবার।

সময়– রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ড।

পঞ্চমী তিথি শেষ–

ইংরেজি– ২৩ জানুয়ারি, শুক্রবার ।

বাংলা– ৯ মাঘ, শুক্রবার।

সময়– রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন