Numerology Prediction

অশুভ শক্তি কাছে ঘেঁষবে না, নিখাদ প্রেম ধরা দেবে নিজে! ময়ূরের পালক রাখলে ভাগ্য বদলাবে তিনটি জন্মসংখ্যার

সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। এই বিভাগে মানুষের জন্মতারিখের নিরিখে জন্মসংখ্যা বিচার করা সম্ভব। সেই জন্মসংখ্যা মেনেও নানা উপায় পালনের কথা সংখ্যাতত্ত্বে বর্তমান।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪১
peacock feather

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে রাশি মেনে নানা উপায় পালনের উল্লেখ পাওয়া যায়। এর ফলে নানা বাধা কাটিয়ে ওঠা সহজ হয়। বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। জীবনের পথ হয়ে ওঠে মসৃণ। সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। এই বিভাগে মানুষের জন্মতারিখের নিরিখে জন্মসংখ্যার বিচার করা সম্ভব। সেই জন্মসংখ্যা মেনেও নানা উপায় পালনের কথা সংখ্যাতত্ত্বে বর্তমান। সহজ সে সকল উপায় নিষ্ঠার সঙ্গে মেনে চললে জীবনে উন্নতি লাভ সম্ভব। শাস্ত্র জানাচ্ছে, বিশেষ কিছু জন্মসংখ্যার ব্যক্তিরা যদি তাঁদের সঙ্গে সর্ব ক্ষণ একটি ময়ূরের পালক রাখেন তা হলে তাঁরা জীবনে প্রভূত উন্নতি লাভ করতে পারবেন। তালিকায় কোন কোন জন্মসংখ্যার কথা বলা হয়েছে, দেখে নিন।

Advertisement

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের নিজেদের সঙ্গে ময়ূরের পালক রাখতে হবে?

২: ময়ূরের পালক আবেগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বলে জানাচ্ছে শাস্ত্র। ২ জন্মসংখ্যার ব্যক্তিরা চাঁদের দ্বারা নিয়ন্ত্রিত হন। সেই কারণে এঁরা মাথার থেকে বেশি মনের কথা শোনেন। মনের উপর এঁদের নিয়ন্ত্রণ পরিস্থিতিসাপেক্ষে কমজোর হয়ে পড়ে। তখনই ঘটে সমস্যা। সেই কারণে ২ জন্মসংখ্যার ব্যক্তিরা যদি নিজেদের সঙ্গে সব সময় একটি ময়ূরের পালক রেখে দেন, তা হলে নেগেটিভ অনুভূতিগুলির প্রভাব এঁদের মনের উপর সে ভাবে পড়ে না। আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতেও সুবিধা হয়।

৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের সঙ্গে সর্বদা একটি ময়ূরের পালক রাখার পরামর্শ দিচ্ছে সংখ্যাতত্ত্ব। এঁদের উপর বুধ গ্রহের প্রভাব থাকে। বুধের সঙ্গে ময়ূরের পালক সম্পর্কিত। ময়ূরের পালক সঙ্গে রাখার ফলে এঁদের বাচনক্ষমতা উন্নত হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকবে। জন্মছকে বুধের স্থানও উন্নত হবে, যার ফলে যে কোনও কাজ এঁরা দক্ষতার সঙ্গে করতে পারবেন। ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাও উন্নত হবে।

৬: প্রেম ও বৈভবের গ্রহ শুক্র দ্বারা পরিচালিত হন ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। এই জন্মসংখ্যার ব্যক্তিরা সহজেই নেগেটিভ শক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। নিজের সঙ্গে একটি ময়ূরের পালক রাখলে সেই নেগেটিভ শক্তি এঁদের আর কোনও ক্ষতি করতে পারবে না। নজরদোষ থেকেও রক্ষা পাবেন। ৬ জন্মসংখ্যার ব্যক্তিদের সত্যিকারের ভালবাসা খুঁজে পেতেও সাহায্য করবে ময়ূরের পালক।

Advertisement
আরও পড়ুন