Bike Accident at Kamalgazi Flyover

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, কামালগাজি উড়ালপুল থেকে নীচে পড়লেন যুবক! অন্য চালক জখম রাস্তায়

স্থানীয় সূত্রে খবর, কামালগাজি উড়ালপুল ধরে কলকাতা যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বিপরীত দিক থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন অপূর্ব মণ্ডল। তাঁর বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:১৬
Bike Accident at Kamalgazi Flyover

কামালগাজি উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! জখম হয়েছেন দুই বাইকচালক। —নিজস্ব চিত্র।

আবার বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে দুর্ঘটনা। এ বার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কামালগাজি উড়ালপুল। সোমবার সকালে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই চালক। দু’জনকেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, কামালগাজি উড়ালপুল ধরে কলকাতা যাচ্ছিলেন বারুইপুরের ধোপাগাছি এলাকার বাসিন্দা অরুণ নস্কর। বেসরকারি সংস্থার চাকুরে অরুণের বাইকের গতি বেশি ছিল বলে দাবি স্থানীয়দের। উড়ালপুল থেকে নামার সময় তিনি বাইক নিয়ন্ত্রণ করতে পারেননি। ডিভাইডারে ধাক্কা মারেন। বিপরীত দিক থেকে আসা আর একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। ওই বাইকটি চালাচ্ছিলেন অপূর্ব মণ্ডল নামে এক যুবক। তাঁর বাড়ি ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে। বাজি কিনে বাড়ি ফিরছিলেন তিনি।

উড়ালপুলে ডিভাইডারে ধাক্কা মারে সেখান থেকে নীচে পড়েন অরুণ। তাঁকে একটি দোকানের চালা থেকে উদ্ধার করেন স্থানীয়েরা। অন্য দিকে, অপূর্বকে উড়ালপুল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উড়ালপুলের দুই দিকে ছিটকে পড়ে থাকা দু’টি বাইক উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, অরুণের অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানতে পেরেছেন। অপূর্ব নামে যুবকের চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালানোতেই এই দুর্ঘটনা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন