Extra Marital Affair

পরকীয়া থেকে ‘বেরিয়ে’ গিয়েছেন প্রেমিক, রাগে তাঁর বাড়িতে আগুন লাগালেন বধূ! গ্রেফতার বনগাঁয়

প্রতিবেশী বধূর সঙ্গে প্রায় চার বছরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল প্রণয় দাসের (নাম পরিবর্তিত)। ওই যুবকের দাবি, পরকীয়ার সম্পর্কে তিনি ভাল ছিলেন না। তাই কষ্ট হলেও শেষমেশ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু জেদাজেদি করতে থাকেন ‘প্রাক্তন প্রেমিকা।’

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ২১:০০
extra marital

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বেশ কিছু দিন ধরে পাড়ার বৌদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যুবকের। তবে পরিবারের চাপে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু বিচ্ছেদ মানতে পারেননি বিবাহিত সেই মহিলা। অনুরোধেও কাজ না হওয়ায় ‘প্রাক্তন প্রেমিক’কে মারধর এবং পরে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার সভাইপুরে। প্রাক্তন প্রেমিকার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন প্রহৃত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী বধূর সঙ্গে প্রায় চার বছরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল প্রণয় দাসের (নাম পরিবর্তিত)। ওই যুবকের দাবি, পরকীয়ার সম্পর্কে তিনি ভাল ছিলেন না। তাই কষ্ট হলেও শেষমেশ ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। কিন্তু জেদাজেদি করতে থাকেন ‘প্রাক্তন প্রেমিকা।’ কিছুতেই তিনি বিচ্ছেদ মেনে নিতে পারেননি। রাগের চোটে প্রথমে প্রাক্তন প্রেমিককে মেরে মাথা ফাটিয়ে দেন তিনি।

প্রণয়ের কথায়, ‘‘আমাকে মারধর করেছে। ব্লেড দিয়ে আমার হাত ফালাফালা করেছে।’’ ‘প্রাক্তন প্রেমিকা’র ‘হামলা’ এখানেই শেষ হয়নি। যুবকের পরিবারের অভিযোগ, গত রবিবার রাতে সকলের খাবারে বিষ মিশিয়ে দিয়ে যান প্রতিবেশী ওই মহিলা। তার পর রাতের অন্ধকারে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

এই ঘটনায় অভিযুক্ত বধূর স্বামী বা শ্বশুরবাড়ির কেউ মুখ খুলতে চাননি। সোমবার বনগাঁ থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ‘আক্রান্ত’ যুবক। তার ভিত্তিতে অভিযুক্ত বধূকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হলে তাঁর পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement
আরও পড়ুন