মারিয়া কোরিনা মাচাদোর নোবেল থেকে বানু মুশতাকের বুকার। হরমনপ্রীতদের বিশ্বকাপ জেতা থেকে দৃষ্টিহীন মহিলা ক্রিকেটে বিশ্বে সেরার শিরোপা। নারীর অর্জনের স্মরণীয় মুহূর্তেরা থেকে গেল পঁচিশের অ্যালবামে।