ধর্ষণে অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেই লড়াই করতে হয়েছিল উন্নাওয়ের নির্যাতিতাকে। সম্প্রতি দিল্লি হাই কোর্ট বিশেষ শর্তে কুলদীপের যাবজ্জীবন সাজা স্থগিত রেখেছে। আদালতের রায়ে ফের আতঙ্কে নির্যাতিতার পরিবার। তবে, লড়াই ছাড়ছেন না। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে নতুন লড়াইয়ের সিদ্ধান্ত তাঁদের।