Accidental Death In Diamond Harbour

বাবা-মায়ের চোখের সামনে নাবালিকাকে পিষে দিয়ে গেল গাড়ি! উত্তেজনা ডায়মন্ড হারবারে

মৃতার নাম সিমরন খাতুন। বাবা মায়ের সঙ্গে ডায়মন্ড হারবারের জোয়ারু এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সে। জোয়ারু মোড়েই একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট সিমরনকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৬:০৭

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু ৭ বছরের এক বালিকার। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার মরুইবেড়িয়া গ্রামে। ঘাতক গাড়ির সন্ধানে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সিমরন খাতুন। বাবা-মায়ের সঙ্গে ডায়মন্ড হারবারের জোয়ারু এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সে। জোয়ারু মোড়েই একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট্ট সিমরনকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন বাবা-মা। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সিমরনকে। কিন্তু চিকিৎসার সুযোগ মেলেনি। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন, মৃত্যু হয়েছে নাবালিকার।

এই দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ ধরে যানজট হয় জোয়ারু মোড়ে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। ইতিমধ্যে ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।

Advertisement
আরও পড়ুন