Bengali

বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে ‘আটক’, আতঙ্কে পরিবার

বজবজের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জমাদার।স্ত্রী সোমা, দুই ছেলে ও বৌমা-সহ কাজের জন্য মুম্বইয়ে থাকতেন জাহির।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৯:৪২
প্রায় ২৪ ঘণ্টা থানায় আটক করে রাখার অভিযোগ উঠেছে।

প্রায় ২৪ ঘণ্টা থানায় আটক করে রাখার অভিযোগ উঠেছে। —প্রতীকী চিত্র।

বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বইয়ে আটক করা হয়েছিল বজবজের বাসিন্দা এক তরুণীকে। প্রায় ২৪ ঘণ্টা থানায় তাঁকে আটক করে রাখার অভিযোগ উঠেছে। আটকে রাখা ওই তরুণীর নাম সোমা বিবি (৩৯)। বর্তমানে তাঁকে ছেড়ে দেওয়া হলেও আতঙ্কে গোটা পরিবার।

বজবজের স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জমাদার।স্ত্রী সোমা, দুই ছেলে ও বৌমা-সহ কাজের জন্য মুম্বইয়ে থাকতেন জাহির। গত বছর দুই ছেলে এবং তাঁদের স্ত্রীরা চলে আসেন বজবজের বাড়িতে। চলতি বছরের জানুয়ারিতে বাড়ি চলে আসেন জাহিরও। পরিবারের তরফে জানা গিয়েছে, কাজের জন্য মুম্বইয়ে থেকে গিয়েছিলেন সোমা। গত প্রায় ছ’বছর ধরেনবি মুম্বইয়ের একটি শপিং মলে তিনি কাজ করছেন। স্বামী জাহির সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন।তবে সেই কাজ ছেড়ে ফিরে আসেন জাহির।

সোমার ছেলে শাহাবউদ্দিন জমাদার বলেন, ‘‘৭ অগস্ট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মা আমার সঙ্গেই ফোনে বাংলায় কথাবলছিলেন। তখনই তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। ওয়াশি থানায় তাঁকে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয়।’’ শাহাব জানান, সোমাকে প্রায় ২৪ ঘণ্টা আটক করে রাখা হয় বলে অভিযোগ। পরিবারের লোকজনবজবজের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত-সহ বজবজ থানায় যোগাযোগ করার পরে প্রশাসনিক তৎপরতায় এবং প্রয়োজনীয় নথি দেখালে সোমাকে ছাড়া হয় বলে দাবি।

তবে কাজের জন্য এখনও মুম্বইয়ে রয়েছেন সোমা। আতঙ্কে রয়েছে তাঁর পরিবার।পরিবারের দাবি, সোমাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। আর ভিন্ রাজ্যে কাজে যেতে ইচ্ছুক নয় পরিবার।

আরও পড়ুন