Samir Putatundu Death

শেষ যাত্রায় সমীর, শ্রদ্ধা সব দলের

ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে প্রয়াত হন সমীর। হাসপাতাল থেকে বার করে মঙ্গলবার তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। পরে মরদেহ শায়িত ছিল মৌলালিতে পিডিএস রাজ্য দফতরে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ০৭:১০
সমীর পূততুণ্ডের মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অন্য নেতারা। পিডিএসের দফতরে।

সমীর পূততুণ্ডের মরদেহে শ্রদ্ধা জানাতে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও অন্য নেতারা। পিডিএসের দফতরে। — নিজস্ব চিত্র।

পিডিএস নেতা সমীর পূততুণ্ডের শেষ যাত্রায় শ্রদ্ধা জানিয়ে গেলেন সব দলের নেতারা। এক সময়ে সিপিএমের দাপুটে নেতা সমীর পরবর্তী কালে সৈফুদ্দিন চৌধুরীর সঙ্গে পৃথক দল পিডিএস গড়ে তুলেছিলেন, রাজনৈতিক জগতে নানা দলের সঙ্গেই তাঁর যোগাযোগ ছিল। ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রবিবার রাতে প্রয়াত হন সমীর। হাসপাতাল থেকে বার করে মঙ্গলবার তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। পরে মরদেহ শায়িত ছিল মৌলালিতে পিডিএস রাজ্য দফতরে। সেখানেই তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন, সিপিএম নেতা রবীন দেব, শমীক লাহিড়ী, প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর (সফি-সমীরেরা দল ছাড়ার আগে এক জনের বাড়িতে তাঁদের সঙ্গে যিনি বৈঠকে বসেছিলেন) স্ত্রী রমলা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও তাঁর দলের অন্যান্য প্রতিনিধি-সহ অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন। সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন পিডিএস নেত্রী ও সমীরের স্ত্রী অনুরাধা পূততুণ্ড। প্রয়াত সমীরের উদ্দেশে আগেই শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিডিএস দফতর থেকে শোক মিছিল করে সমীরের দেহদান করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।

আরও পড়ুন