West Bengal Weather Update

দমদম, সল্টলেকে ৪০ পার! তবে সোমবারই নামতে পারে স্বস্তির বৃষ্টি! ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে ঝড়বৃষ্টিও হতে পারে একই সঙ্গে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৯:৫১
Almost 40 degree temperature in Kolkata as heatwave warning issued in several districts

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। ছবি: পিটিআই।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে সোমবারও। তবে কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দমদম, সল্টলেকে পারদ ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে দিশাহারা অবস্থা শহর ও শহরতলির।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলায় গরমের অস্বস্তি জারি থাকবে। তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও কলকাতায় অস্বস্তিকর গরমে তাপপ্রবাহের মতো অনুভূতি হতে পারে। এখনই শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

রবিবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, সল্টলেক (৪০.৪), কলাইকুন্ডা (৪৩.৩), পানাগড় (৪০.১), সিউড়ি (৪১), ঝাড়গ্রামে (৪০.১) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। এ ছাড়া উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহ হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। আগামী ছ’দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

Advertisement
আরও পড়ুন