SIR Concern amon Matuas

এসআইআর-উদ্বেগের আবহে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন শান্তনু, মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদের নিয়ে যাচ্ছেন রাইসিনা হিলে

শান্তনুর নিজের নির্বাচনী কেন্দ্র বনগাঁ এবং তার লাগোয়া রানাঘাটে মতুয়া জনসংখ্যা সবচেয়ে বেশি। তাঁদের সিংহ ভাগই প্রথমে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতে এসেছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৫
Amidst SIR concern Shantanu Thakur to meet President Draupadi Murmu along with Matua representatives

(বাঁ দিকে) দ্রৌপদী মুর্মু, শান্তনু ঠাকুর (ডান দিকে)। —ফাইল চিত্র।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। বুধবার মতুয়া সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যাচ্ছে রাষ্ট্রপতি ভবনে। কোন দাবি বা আর্জি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন, সে বিষয়ে বিশদে মুখ খোলেননি শান্তনু। তবে এসআইআর আবহে মতুয়া সমাজে যখন উদ্বেগ, তখন প্রতিনিধিদল সঙ্গে নিয়ে শান্তনুর রাষ্ট্রপতি ভবন যাত্রা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির।

Advertisement

বুধবার সকাল ১০টায় রাষ্ট্রপতি সময় দিয়েছেন শান্তনুদের। আনন্দবাজার ডট কমকে শান্তনু বলেন, ‘‘আমরা দেখা করার জন্য সময় চেয়েছিলাম। বুধবার সকালে সেই সময় দেওয়া হয়েছে। মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদল সঙ্গে নিয়ে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি।’’ কী কারণে রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন বা কী দাবিদাওয়া নিয়ে যাচ্ছেন, সে বিষয়ে শান্তনু বিশদে কিছু জানাতে চাননি। তিনি বলেন, ‘‘মতুয়াদের ভবিষ্যৎ, মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন-সহ বেশ কিছু বিষয়ে রাষ্ট্রপতির কাছে আমাদের আর্জি পেশ করব।’’

শান্তনুর নিজের নির্বাচনী কেন্দ্র বনগাঁ এবং তার লাগোয়া রানাঘাটে মতুয়া জনসংখ্যা সবচেয়ে বেশি। তাঁদের সিংহ ভাগই প্রথমে পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতে এসেছিলেন। নরেন্দ্র মোদীর সরকার সিএএ পাশ করিয়ে এঁদের স্থায়ী নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু সিএএর আওতায় নাগরিকত্ব পাওয়ার আবেদন এত দিন অধিকাংশ মতুয়াই করেননি। এসআইআর আবহে অনেকে আবেদন করতে শুরু করেছেন। কিন্তু তাঁদের অধিকাংশই এখনও সিএএ শংসাপত্র হাতে পাননি। ফলে মতুয়া ভোটারদের অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী সমাজমাধ্যমে পোস্ট করে মতুয়া ও নমশূদ্র সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কলকাতায় সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিয়েছেন যে, কোনও শরণার্থীর নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু আপাতত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়া আটকানো যাবে কোন পন্থায়, তা সুনির্দিষ্ট ভাবে এখনও কেউই বলতে পারেননি। ফলে মতুয়া সমাজের উদ্বেগের পূর্ণ নিরসন ঘটানো যায়নি।

এই রকম এক পরিস্থিতির মাঝেই মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শান্তনু দেখা করছেন রাষ্ট্রপতির সঙ্গে। তাই মতুয়াদের নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ যে রাষ্ট্রপতিকে জানানো হতে পারে, সে জল্পনা জোরদার হয়েছে। নাগরিকত্ব বা এসআইআর সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে তাঁরা কিছু বলবেন কি না, শান্তনু তা খোলসা করতে চাননি। তবে মতুয়া মহাসঙ্ঘ সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে বুধবার মতুয়াদের নাগরিকত্ব তথা এসআইআর সংক্রান্ত উদ্বেগের কথা শান্তনু জানাতে পারেন। শরণার্থী জনগোষ্ঠী যাতে কোনও ক্ষতির সম্মুখীন না-হয়, সে আর্জি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছে পেশ করতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা মতুয়া এলাকার জনপ্রতিনিধি শান্তনু।

Advertisement
আরও পড়ুন