Jobless

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিন! পুলিশকর্তাদের চিঠি চাকরিহারাদের সংগঠনের

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার আর্জিও জানায় পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:৩৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশের একাধিক কর্তাকে চিঠি দিল চাকরিহারাদের একটি সংগঠন। তাদের আবেদন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই সংগঠনের প্রতিনিধিদলের সাক্ষাৎ করিয়ে দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার আর্জিও জানায় পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। বৈঠকের ব্যবস্থা করা না-হলে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

Advertisement

ওই সংগঠনের তরফে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী, কলকাতার যুগ্ম কমিশনার মীরজ খালিদকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে।

আহ্বায়ক শুভদীপ ভৌমিক জানিয়েছেন, গত ২১ এপ্রিলে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। তার আগে প্রশাসনের পক্ষ থেকে সংগঠনের প্রতিনিধিদের হাওড়ার শিবপুর থানা, লালবাজার, ভবানী ভবনে ডাকা হয়েছিল। সেখানে সমাধানসূত্র মেলেনি বলেই দাবি প্রতিনিধিদের। বৈঠকে প্রশাসন জানায়, নবান্নে মুখ্যসচিবের সঙ্গে তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বন্দোবস্ত করা হবে। তাতে রাজি হয়নি ঐক্য মঞ্চ। পরে তারা রাজি হয়। হাওড়া পুলিশ কমিশনারেট ওই প্রতিনিধি দলের বিষয়ে তথ্যাদি নেয়। যদিও সংগঠনের দাবি, বেশ কিছু দিন কেটে গেলেও প্রশাসনের তরফে যোগাযোগ করা হয়নি। এ বার তারা চিঠি দিল পুলিশকর্তাদের।

Advertisement
আরও পড়ুন