Purbasthali Suicide

বাবা কথা দিয়ে কথা রাখেননি! পূর্বস্থলীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা নাবালকের

সূত্রের খবর, অংশুর বাবা প্রাণকৃষ্ণ দাসের একটি সাইকেল সারানোর দোকান রয়েছে। বিশ্বকর্মা পুজোর আয়োজনে সকাল থেকেই ব্যস্ত ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাবা বিশ্বকর্মা পুজোয় ঠাকুর দেখাতে নিয়ে যাননি, সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলার নন্দীপাড়ার ঘটনা। মৃতের নাম অংশু দাস (১২)। শোকের ছায়া এলাকায়।

Advertisement

সূত্রের খবর, অংশুর বাবা প্রাণকৃষ্ণ দাসের একটি সাইকেল সারানোর দোকান রয়েছে। বিশ্বকর্মা পুজোর আয়োজনে সকাল থেকেই ব্যস্ত ছিলেন তিনি। পুজো উপলক্ষে বাড়িতে আত্মীয়স্বজনও এসেছিলেন। তাঁদের সন্তানদের বাইকে করে আশেপাশের ঠাকুর দেখাতে নিয়ে গেলেও, নিজের ছেলের কথা ভুলেই গিয়েছিলেন তিনি। সেই অভিমানের জেরেই বিকেলে বাড়িতে কেউ না থাকার সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অংশু, বলে মনে করছেন আত্মীয়েরা।

বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে অংশুর মৃতদেহের ময়নাতদন্ত হয়।

Advertisement
আরও পড়ুন