Death Case

মোবাইলে কার্টুন দেখা হবে না ধারাবাহিক? দুই বোনের বচসার জেরে আত্মঘাতী দিদি

কালনার নাদনঘাট থানার সাতগাছিয়া এলাকায় কাজুলিদের বাড়ি। মৃতার মা রসিনা মল্লিক জানান, মোবাইলে ধারাবাহিক চলবে না কি কার্টুন চলবে তা নিয়ে বড় ও ছোট মেয়ের মধ্যে ঝগড়া বেধেছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২৩:২৫
মৃতার নাম কাজুলি খান।

মৃতার নাম কাজুলি খান। —প্রতীকী চিত্র।

মোবাইলে কার্টুন দেখা হবে না কি ধারাবাহিক, তা নিয়ে বচসা দু’ই বোনের মধ্যে। সে‌ই অভিমান থেকেই আত্মঘাতী হল বড় বোন। মৃতার নাম কাজুলি খান। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কালনার ঘটনা।

Advertisement

কালনার নাদনঘাট থানার সাতগাছিয়া এলাকায় কাজুলিদের বাড়ি। মৃতার মা রসিনা মল্লিক জানান, মোবাইলে ধারাবাহিক চলবে না কি কার্টুন চলবে তা নিয়ে বড় ও ছোট মেয়ের মধ্যে ঝগড়া বেধেছিল। সেই সময় বকাবকি করে বড় মেয়ের কাছ থেকে মোবাইল নিয়ে তা ছোট মেয়েকে দিয়েছিলেন তিনি। সেই অভিমান থেকেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বড় মেয়ে।

স্থানীয় সূত্রে খবর, ১৪ বছরের নাবালিকার দেহ ঝুলতে দেখে তা উদ্ধার করে দ্রুত নিয়ে আসা হয় কালনা মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, কিশোরীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই মৃতার দেহের ময়নাতদন্ত করা হয়েছে। নাবালিকার মৃত্যু প্রসঙ্গে মৃতার আত্মীয় বলাই মণ্ডল বলেন, ‘‘দু’বোনের মধ্যে খুবই মিলমিশ ছিল। নিজেদের মধ্যে ঝগড়া হলেও তা বেশিক্ষণ স্থায়ী হত না। এ বারে যে ও এমন করে বসবে, তা আমরা কল্পনাও করতে পারিনি।’’ তিনি আরও বলেন, ‘‘একটা মেয়ের প্রাণ কেড়ে নিল মোবাইল।’’

Advertisement
আরও পড়ুন