Special Intensive Revision

এসআইআর নিয়ে কোনও সমস্যা হচ্ছে না আদিবাসীদের, জানালেন বিজয় সোরেন, প্রশ্নের মুখে দেবু টুডুর আন্দোলন

শুক্রবার, বর্ধমানে আদিবাসী সংগঠনের জেলা সমাবেশে এসে এই কথা জানান তিনি। ফলে কার্যত অর্থহীন হয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর আন্দোলন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৪২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআআর) প্রক্রিয়ায় যখন রাজ্য জুড়ে ভোটারদের হেনস্থার চিত্র, সেই আবহে দাঁড়িয়ে ব্যতিক্রমী মন্তব্য করলেন ভারত জাকাত মাঝি পারগণা মাহালের রাজ্য সভাপতি বিজয় সোরেন। তিনি জানান, এসআইআর নিয়ে কোনও সমস্যা হচ্ছে না আদিবাসী মহলে।

Advertisement

শুক্রবার, বর্ধমানে আদিবাসী সংগঠনের জেলা সমাবেশে এসে এই কথা জানান তিনি। ফলে কার্যত অর্থহীন হয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডুর আন্দোলন।

এসআইআর প্রক্রিয়ায় আদিবাসীদের হয়রানির অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন দেবু। কিন্তু এই আন্দোলনকে বৈধতা দিতে রাজি নন বিজয় সোরেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এসআইআর নিয়ে তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁদের। এমনকি, দেবু বা তার দলবলকে গুরুত্ব দিতেই ঘোর আপত্তি জানিয়েছেন বিজয়।

অন্য দিকে, দেবু জানান যে তাঁরা সামাজিক সংগঠন। তাই সমাজের দাবি নিয়ে তাঁরা এই আন্দোলনে শামিল হয়েছেন। সোরেনের রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাঁদের যে কোনও মিল নেই তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়াও, তিনি জানান যে নির্বাচন কমিশন ১০ হাজার সংখ্যালঘুদের চিঠি পাঠিয়েছিল সেই প্রমাণ তাঁদের কাছে আছে। তাই তাঁর দাবি যে বিজয় সোরেন সম্পূর্ণ মিথ্যা বলছেন।

Advertisement
আরও পড়ুন