Raina Kidnap Case

দু’বছর আগে রায়না থেকে নিঁখোজ হওয়া ছাত্রীকে রাজস্থান থেকে উদ্ধার করল সিবিআই, গ্রেফতার মূল পাণ্ডা

দুইজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিবিআই আদালতে আবেদন করলে বিচারক বিভাস চট্টোপাধ্যায় চার দিনের হেফাজত মঞ্জুর করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৩:১৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

২০২৩ সালে বর্ধমানের রায়না থেকে নিঁখোজ হওয়া এক ছাত্রীকে রাজস্থানের পালি থেকে উদ্ধার করল সিবিআই। এই নারী পাচার চক্রের মূল পাণ্ডা সালেহা খাতুন ওরফে নুরজাহান নামে এক মহিলাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের বাড়ি আসানসোলের ৩২ নম্বর ওয়ার্ডের গুলজার মহল্লা রোডে। বুধবার সন্ধ্যায় আসানসোল হাসপাতাল চত্বর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

সিবিআই সূত্রে খবর, বহু দিন ধরে এ রাজ্যে চলছিল এই নারী পাচার চক্র। অপহরণ করে রায়নার ছাত্রীকে রাজস্থানে বিয়ের নামে প্রায় আড়াই লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। প্রতিরোধ করলে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানায় তদন্তকারী সংস্থা।

রায়নার এই ঘটনার সঙ্গে গলসির নাবালিকা অপহরণের যোগ থাকতে পারে বলে মনে করছে সিবিআই। গলসি থেকে ধৃত রহিম শেখ এবং রমেশ কুমারের এই ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তন্তকারী সংস্থা। দুইজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সিবিআই আদালতে আবেদন করলে বিচারক বিভাস চট্টোপাধ্যায় চার দিনের হেফাজত মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ অগস্ট টিউশন পড়তে যাওয়ার নামে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় রায়নার ওই ছাত্রী। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। তারা বেশ কিছু দিন ধরে তদন্ত চালিয়ে কোনও সুরাহা না করতে পারলে, নিঁখোজ হওয়া নাবালিকার তদন্তের ভার নেয় সিবিআই। এই বছর ৮ অগস্ট রাজস্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে তারা। এই ঘটনায় এখনও অবধি ন’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement
আরও পড়ুন