migrant labour

আসানসোল থেকে ভিন্‌রাজ্যে কাজে গিয়ে খুন পরিযায়ী শ্রমিক! খোঁজ নেই সঙ্গীর

গত ১৯ জুন কয়েক জন বন্ধুর সঙ্গে হায়দরাবাদ গিয়েছিলেন রোশন। সেখানে এক বেসরকারি কারখানায় কাজে যোগ দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৫:৪২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হায়দরাবাদে কাজ করতে গিয়ে খুন হলেন এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম রোশন হেলা ওরফে ডাবা। আসানসোলের রামকৃষ্ণডাঙা ভুঁইয়াপাড়ার বাসিন্দা তিনি। ঘটনার পর থেকেই পলাতক তাঁর সঙ্গী রঞ্জিত পণ্ডিত। তিনি রামকৃষ্ণডাঙা আখাড়া ময়দান এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে হায়দারাবাদ পুলিশ।

Advertisement

গত ১৯ জুন কয়েক জন বন্ধুর সঙ্গে হায়দরাবাদ গিয়েছিলেন রোশন। সেখানে এক বেসরকারি কারখানায় কাজে যোগ দেন তিনি। কাজে যোগ দেওয়ার পরে কারখানার কর্মীদের জন্য বরাদ্দ আবাসনে থাকতেন রোশন এবং রঞ্জিত। গত ২ জুলাই, বুধবার কারখানার ওই আবাসন থেকে রোশনের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে তারা। অভিযোগ, ঘটনার পর থেকেই পলাতক রঞ্জিত।

রোশনের পরিবার জানিয়েছে, তাদের ঘটনার খবর আসানসোল উত্তর থানার পুলিশ দিয়েছে। তার পরেই পরিবারের সদস্যরা হায়দারাবাদ রওনা দিয়েছেন। গত ২৪ জুন আধার কার্ডের নম্বর চেয়ে শেষ বার রোশন ফোন করেছিলেন আসানসোলের বাড়িতে। তাঁর পরিবারের দাবি, কারও সঙ্গে রোশনের শত্রুতা ছিল না।

অন্য দিকে রঞ্জিতের পরিবারের দাবি, তিনি কোথায় যান, কাউকে কিছু বলেন না। তাই তাদের কাছে কোনও খবর নেই। তবে তাঁর দাদা বজরঙ্গি বলেন, ভাই ফোন করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁদের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তা ছাড়া রঞ্জিত আর কিছু বলেননি বলে জানিয়েছেন দাদা।

Advertisement
আরও পড়ুন