—প্রতিনিধিত্বমূলক ছবি।
রাষ্ট্রায়ত্ত সংস্থার খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় বিপত্তি! মঙ্গলবার সকালে আসানসোলে খনিতে ধস নামায় চাপা পড়ে গেলেন কয়েক জন। বেশ কয়েক জন ভিতরে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ওই খনিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। খনির ভিতরে আটকে পড়ে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
আসানসোলের বিস্তীর্ণ এলাকায় খোলামুখ খনি থেকে কয়লা চুরির ঘটনা নতুন নয়। বিপদের ঝুঁকি নিয়েই অনেকে এই খনিগুলির ভিতরে ঢুকে অবৈধ ভাবে কয়লা তোলেন। মঙ্গলবার কুলটি থানা এলাকার বড়িরা এলাকার ওই খনিতে নেমেছিলেন কয়েক জন। খনিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর নেতৃত্বাধীন। কয়লা উত্তোলনের সময় ধস নামে ওই খনিতে।
ধস নামার খবর চাউর হতেই ভিড় জমান স্থানীয়রা। ঘটনাস্থলে যান বিসিসিএল-এর আধিকারিকেরা। যায় পুলিশের একটি দলও। জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। যদিও খনির ভিতরে কত জন আটকে রয়েছেন, কেউ হতাহত হয়েছেন কি না, এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পুলিশ কিংবা খনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, তিনি দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম বলেন, “কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরেই আমরা এই বিষয়ে সবিস্তার জানাতে পারব।”