Amader Dadamoni

১৪ ঘণ্টা শুটিংয়ের ফাঁকে প্রেমিক অনুভবকে কী ভাবে সময় দিচ্ছেন অনুষ্কা? কী উত্তর নায়িকার?

ধারাবাহিকে অভিনয় করলে ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। মাসে একটা ছুটি, দিনে ১৪ ঘণ্টা শুটিং। ব্যস্ততার ফাঁকে কী ভাবে প্রেমিক অনুভবকে সময় দিচ্ছেন ‘আমাদের দাদামণি’র নায়িকা?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৪:২৬
অনুভবকে কী ভাবে সময় দেন অনুষ্কা?

অনুভবকে কী ভাবে সময় দেন অনুষ্কা? ছবি: সংগৃহীত।

‘আমাদের দাদামণি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথম বার ছোটপর্দায় কাজ করছেন অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী। অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তাঁর জুটি এই মুহূর্তে যথেষ্ট আলোচিত। পর্দায় জুটির মতোই বাস্তবে অনুষ্কা এবং অনুভব কাঞ্জিলালের জুটিও দর্শকের প্রিয়। বাস্তবে সম্পর্কে রয়েছেন তাঁরা। ১৪ ঘণ্টা শুটিংয়ের মধ্যে নিজেদের কী ভাবে সময় দিচ্ছেন তাঁরা?

Advertisement

ধারাবাহিকে অভিনয় করলে ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। মাসে একটা ছুটি, দিনে ১৪ ঘণ্টা শুটিং। কিছু কিছু প্রযোজনা সংস্থা সপ্তাহে একটা ছুটি দিলেও সেটা খুবই বিরল ব্যাপার। তা হলে অনুভবকে কী ভাবে সময় দিচ্ছেন অনুষ্কা? অভিনেত্রীর কথায়, সব কিছুর মাঝেই ঠিক সময় বার করে নেন পরস্পরের জন্য। তাঁরা দু’জনেই ভালবাসেন রান্না করতে।

অনুষ্কা বলেন, “আমরা দু’জনেই রান্না করতে খুব ভালবাসি। এটাই এক প্রকার ডেট আমাদের কাছে। আলাদা করে আর কিছু করতে হয় না। তাই বাইরে ঘুরতে যাওয়া বা কফি খেতে যাওয়ার কথা মনে হয় না। তা বলে কি যাই না? তেমন সুযোগ পেলেও ঘুরে আসি।” নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। অনুভবকে আগে ছোটপর্দায় দেখেছে দর্শক। এখন তাঁকে সে ভাবে পর্দায় দেখা যাচ্ছে না। অন্য দিকে অনুষ্কা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Advertisement
আরও পড়ুন