যান্ত্রিক গোলযোগের কবলে ইমরান হাশমীর বিমান! ছবি: সংগৃহীত।
বিমানসফরের সময় বিপাকে ইমরান হাশমী। হঠাৎই যান্ত্রিক গোলযোগ দেখা দেয় সেই বিমানটিতে। নির্দিষ্ট গন্তব্যে মাটিতে নামতে না পারায় সমস্যায় পড়েন ইমরান।
আসন্ন ওয়েব সিরিজ় ‘তস্করি: দ্য স্মাগলার্স ওয়েব’-এর প্রচার করতে মুম্বই থেকে অহমদাবাদে যাচ্ছিলেন ইমরান। কিন্তু তাঁর বিমানটি শেষপর্যন্ত অহমদাবাদে পৌঁছোতে পারেনি। শেষে জয়পুরের মাটিতে বিমানটি নামে। পরিস্থিতি বেগতিক হলেও শেষপর্যন্ত যাত্রীরা নিরাপদে পৌঁছোন।
জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ৮.৪০-এ বিমানটি মুম্বই বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সকাল ১০টায় অহমদাবাদে পৌঁছোনোর কথা ছিল বিমানটির। কিন্তু অহমদাবাদে নামার সময় থেকে যান্ত্রিক সমস্যা শুরু হয় বিমানটির। বিমানচালক দু’বার অহমদাবাদে নামার চেষ্টা করেন। কিন্তু দু’বারই অসফল হন। অবশেষে বিমানটিকে জয়পুরের মাটিতে নামানোর সিদ্ধান্ত নেন তিনি। সেখানে নিরাপদে মাটি স্পর্শ করে বিমানটি।
তবে এই প্রসঙ্গে ইমরান এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘হক’। ছবিটি এখন ওটিটি-তেও চলছে। ছবিতে ইমরানের বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। দুই তারকার অভিনয়ই প্রশংসিত হচ্ছে এই ছবিতে। ‘তস্করি: দ্য স্মাগলার্স ওয়েব’ সিরিজ়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস-এর আধিকারিকের চরিত্রে দেখা যাবে ইমরানকে। সেই কারণেই বিমানবন্দরগুলিতে প্রচার করছেন তিনি।
ইমরান ছাড়াও সিরিজ়ে অভিনয় করেছেন শরদ কেলকার, জ়োয়া আফরোজ়, অনুজা সাঠে প্রমুখ।