Chota Chiku

মাঠে ‘ছোটা চিকু’! নিজেই রোহিতকে ডেকে দেখালেন কোহলি, বিরাট-দর্শনে উচ্ছ্বসিত আট বছরের গর্বিতও

বডোদরায় কয়েক জন খুদে বিরাট কোহলির সই নিতে এসেছিল। তাদের মধ্যে ছিল গর্বিত উত্তম। তাকে দেখে অবাক হয়ে যান কোহলি। কারণ আট বছরের গর্বিতকে দেখতে অনেকটা তাঁরই মতো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৮:১৪
picture of cricket

‘ছোটা চিকু’ গর্বিত উত্তমের সঙ্গে বিরাট কোহলি। ছবি: এক্স।

বডোদরায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ খেলতে গিয়ে নিজের ‘শৈশব’ খুঁজে পেয়েছেন বিরাট কোহলি। নিজের খুদে ভক্তকে দেখে চমকে গিয়েছেন কোহলি। বন্ধু-সতীর্থ রোহিত শর্মাকে দেখিয়ে বলেছেন, ‘‘ওখানে আমার মতো দেখতে এক জন বসে রয়েছে।’’

Advertisement

রবিবারের ম্যাচের আগে ওই খুদে ভক্তের সঙ্গে কোহলির ছবি ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। ম্যাচের আগের দিন কয়েক জন খুদে কোহলির সই নিতে যায়। তাদের এক জন গর্বিত উত্তম। তাকে দেখে হেসে ফেলেন কোহলি। সই দেওয়ার সময় তাঁর হাসি থামছিলই না। কারণ, গর্বিতের মধ্যে নিজের ‘শৈশব’ খুঁজে পান কোহলি।

ছোটবেলায় কোহলিকে যেমন দেখতে ছিল, গর্বিতকে অনেকটা তেমনই দেখতে। প্রায় নিজের মতো দেখতে ভক্তকে দেখে হেসে ফেলেন কোহলি। রোহিতকেও ডেকে দেখান গর্বিতকে। কোহলি গর্বিতের নতুন নাম দেন ‘ছোটা চিকু’। কোহলির ডাকনাম চিকু। পরিবারের সকলে এবং ঘনিষ্ঠ বন্ধুরা কোহলিকে এই নামেই ডাকেন।

কোহলির সুবাদে রোহিত, আর্শদীপ সিংহ এবং লোকেশ রাহুলের সইও পেয়ে গিয়েছে গর্বিত। ক্রিকেটপ্রেমীদের একাংশও গর্বিতকে ‘ছোটা চিকু’ বলে ডাকতে শুরু করেছেন।

নায়কের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গর্বিতও। সে বলেছে, ‘‘কোহলির স্টাইল, খেলা আমার ভাল লাগে। এক বার ওঁর নাম ধরে ডাকি। উনি ঘুরে আমাকে দেখে নিজেই খানিকটা এগিয়ে আসেন। বলেন, একটু পরে আসবেন। তার পর রোহিত শর্মাকে ডেকে বলেন, ‘ওই দেখ, আমার ডুপ্লিকেট দাঁড়িয়ে রয়েছে।’ উনিই আমার নাম দিয়েছেন ছোটা চিকু।’’ পরে আর কথা হয়েছে কোহলির সঙ্গে? গর্বিত বলেছে, ‘‘হ্যাঁ, হয়েছে। উনি আমায় বলেন, আজ থেকে তুমি আমার বন্ধু।’’’

আট বছরের গর্বিতের বাড়ি হরিয়ানার পঞ্চকুলায়। বাবার চাকরির সূত্রে এখন থাকে হিমাচল প্রদেশে। ক্রিকেট এবং কোহলির ভক্ত গর্বিত। ছেলে হঠাৎ এ ভাবে বিখ্যাত হয়ে যাওয়ায় গর্বিতের বাবা সুরেন্দ্র সিংহ উচ্ছ্বসিত। তাঁর আশা, ছেলেও একদিন কোহলির মতো ব্যাটার হয়ে উঠবে।

Advertisement
আরও পড়ুন