ব্যাট করতে নামার মুহূর্তে বিরাট কোহলি। —ফাইল চিত্র
ব্যাট করতে নামার ঠিক আগে কী করেন বিরাট কোহলি? গ্লাভস-হেলমেট পরেন? পছন্দের ব্যাট বেছে নেন? এগুলো যে কোনও ব্যাটারই করেন। কিন্তু কোহলি যা করেন, তা হয়তো খুব বেশি ব্যাটার করেন না।
গত রবিবার বডোদরায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচের সময় এক ভক্ত লুকিয়ে ভারতীয় সাজঘরের একটি ভিডিয়ো তুলেছেন। ১ মিনিট ১০ সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কোহলি ব্যাট করতে নামার ঠিক আগে কী কী করেন।
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা আউট হওয়ার পরেই কোহলি দ্রুত প্যাড পরে নিচ্ছেন। তার পর গায়ে পারফিউম স্প্রে করছেন, হাতে লোশন মাখছেন, চটজলদি কিছু একটা খাবার এক কামড় খেয়ে নিয়ে গ্লাভস পরে সরাসরি মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন।
রবিবার কোহলির ৯১ বলে ৯৩ রানের ইনিংসেই জেতে ভারত। ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতে যায় শুভমন গিলের দল। কোহলিই ম্যাচের সেরা হন।
এই ইনিংসে কোহলি দু’টি মাইলফলক স্পর্শ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ২৮,০০০ রানের গণ্ডি পার করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় সচিন তেন্ডুলকরের ঠিক পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।