Stray Dogs Case in Supreme Court

পথকুকুরের কামড়ে মৃত্যু বা জখম হলে ক্ষতিপূরণ দিতে হতে পারে! সুপ্রিম কোর্ট নিশানা করল রাজ্যগুলির ভূমিকাকে

বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চ জানিয়েছে, কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনও শিশু বা বয়স্কের মৃত্যু হলে রাজ্যগুলিকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৮:১২
Supreme Court says, it will ask states to pay a \\\\\\\\

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পথকুকুরের কামড়ের ঘটনা নিয়ে এ বার কেন্দ্র এবং রাজ্যগুলিকে সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চ জানিয়েছে, কুকুর কাউকে কামড়ালে কিংবা কামড়ের জেরে কোনও শিশু বা বয়স্কদের মৃত্যু হলে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হতে পারে। এই দায়িত্ব রাজ্যের কাঁধেই পড়বে।

Advertisement

তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার পর্যবেক্ষণে বলেছে, ‘‘রাজ্যগুলি পথকুকুর সংক্রান্ত সমস্যার মোকাবিলায় কোনও কাজই করছে না।’’ সেই সঙ্গে সারমেয়প্রেমীদের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, গোটা বিষয়টি নিয়ে তাদেরও সতর্ক থাকতে হবে। শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘এ ক্ষেত্রে দায়িত্ব আপনাদেরও। শুধু পথকুকুরদের কথা ভাবলেই চলবে? মানুষের কথা ভাববেন না? কুকুরদের নিজের বাড়িতে নিয়ে যান। রেখে দিন যত্ন করে। কেন তারা বাইরে ঘুরে বেড়াবে? রাস্তা নোংরা করবে? সাধারণ মানুষকে কামড়াবে, তাড়া করবে? কুকুর কামড়ালে তার ক্ষত সারাজীবন থাকে।’’

দেশ জুড়ে পথকুকুরের আক্রমণের ঘটনা বৃদ্ধির প্রেক্ষিতে দায়ের হওয়া একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে শীর্ষ আদালত গত বৃহস্পতিবার বলেছিল, ‘‘কোন মানুষ ভয় পাচ্ছেন তা সহজেই টের পায় কুকুর। তাই কুকুর দেখে কেউ ভয় পেলে তাকেই কামড়ায় তারা।’’ প্রাণীরা প্রায়ই মানুষের আচরণের প্রতিক্রিয়া দেখায় জানিয়ে তিন বিচারপতি বেঞ্চ জানিয়েছিল, মানুষের ভয় অনেক সময়ই কুকুরের মধ্যে হামলার প্রবণতাকে উস্কে দেয়। মঙ্গলবার এ ক্ষেত্রে রাজ্যগুলিকে দুষেছেন তিন বিচারপতি। তাঁরা পর্যবেক্ষণে বলেছেন, ‘‘শিশু বা বয়স্কদের কুকুরের কামড়, মৃত্যু বা আঘাতের প্রতিটি ঘটনার জন্য, আমরা রাজ্য সরকারগুলিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে বলব। কারণ, তারা গত পাঁচ বছরে নিয়ম বাস্তবায়নে কিছুই করেনি। এ ছাড়াও, যাঁরা ওই বেপরোয়া পথকুকুরদের খাওয়াচ্ছেন, তাঁদের উপর দায়িত্ব এবং জবাবদিহির দায়বদ্ধতা বর্তাবে।’’

Advertisement
আরও পড়ুন