BJP Protest

খড়দহে হামলার অভিযোগ বিজেপির, পাল্টা তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূল পাল্টা বলেছে, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থার জেরে এমন ঘটনা ঘটছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:০৬
বেহালায় মঞ্চ ভাঙার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়, স্বপন দাশগুপ্ত-সহ দলীয় নেতৃত্ব।

বেহালায় মঞ্চ ভাঙার ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাপস রায়, স্বপন দাশগুপ্ত-সহ দলীয় নেতৃত্ব। ফাইল চিত্র।

বেহালার সখেরবাজারে রবিবার বিজেপির সভামঞ্চ ভাঙার ঘটনার পরে সোমবার ফের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভাঙচুরের অভিযোগ তুলল বিজেপি। এ বারের ঘটনা খড়দহের পাতুলিয়ায়। অভিযোগ, অনুষ্ঠান মঞ্চ এবং সেখানে রাখা ভারত মাতার মূর্তি ভাঙা হয়। বাধা দিতে গেলে বিজেপি কর্মীদেরও মারধর করা হয়। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তৃণমূল পাল্টা বলেছে, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হেনস্থার জেরে এমন ঘটনা ঘটছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সন্ধ্যায় পাতুলিয়ায় গিয়েছিলেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘বর্বরতা এবং দুর্বৃত্তায়নের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে তৃণমূল! আমরা এই সম্পূর্ণ ঘটনা স্মরণে রাখছি। উপযুক্ত সময়ে তৃণমূল কংগ্রেসের বর্বর দুষ্কৃতীদের এবং দলদাস পুলিশকে সঠিক প্রতিষেধক বিজেপি দেবে’! পাল্টা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘সার্বিক ভাবে সমাজে বিজেপি-বিরোধী আবহ তৈরি হয়েছে। মানুষ বিজেপি এবং নির্বাচন কমিশনকে আলাদা করতে পারছে না। কমিশন প্রতিদিন যে ভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছে, তার প্রতিফলন বিজেপির উপরে পড়ছে।’’ বেহালার ঘটনার প্রতিবাদে এ দিন সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেহালা ট্রাম ডিপো থেকে মিছিল করে গিয়ে ঠাকুরপুকুর থানার সামনে অবস্থান-বিক্ষোভ করেছেন।

আরও পড়ুন