ICC T20 World Cup 2026

ছাঁটাই করা বাংলাদেশকে আবার বিশ্বকাপে ডাকতে পারে আইসিসি! পাকিস্তান বয়কট করলেই খেলার সুযোগ পেতে পারেন লিটনেরা

ভারতে খেলতে আসতে না চাওয়ায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। কিন্তু এখনও বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে লিটন দাসদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৪৮
cricket

পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা (বাঁ দিকে) ও বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। মাঝে টি২০ বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

এখনও কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের? ভারতে খেলতে আসতে না চাওয়ায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। কিন্তু এখনও সব সুযোগ শেষ হয়নি লিটন দাসদের। যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তা হলেই সুযোগ চলে আসবে বাংলাদেশের কাছে।

Advertisement

‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, পাকিস্তান নাম তুলে নিলেই বাংলাদেশকে আরও এক বার প্রস্তাব দেবে আইসিসি। এক আধিকারিক তাদের বলেছেন, “যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়, তা হলে গ্রুপ এ-তে পাকিস্তানের বদলে খেলার প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশকে। পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলত। বাংলাদেশেরও দাবি ছিল তারা শ্রীলঙ্কায় খেলবে। ফলে পাকিস্তান না খেললে সেই জায়গায় বাংলাদেশকে আনলে সূচিতেও বিশেষ পরিবর্তন করতে হবে না। খেলা আয়োজনেও কোনও সমস্যা হবে না।”

পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না তা নিয়ে এখনও সংশয় রয়েছে। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সঙ্গে তাঁর কথা হয়েছে। শাহবাজ়কে সব কিছু জানিয়েছেন তিনি। শুক্রবার বা আগামী সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে পাক বোর্ড।

বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। পাকিস্তান যদি সোমবার জানায় যে তারা বিশ্বকাপ খেলবে না, সে ক্ষেত্রে নতুন কোনও দলকে রাজি করানোর সময় পাওয়া কঠিন। সে ক্ষেত্রে পুরো বিশ্বকাপের সূচি নিয়ে সমস্যা হতে পারে। যে হেতু বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে মানসিক ভাবে প্রস্তুত ছিল, সেই কারণেই পাকিস্তান না খেললে প্রথম প্রস্তাব বাংলাদেশকে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে রিপোর্টে।

তবে পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলতে চায় তা হলে বড় সমস্যায় পড়বে তারা। কারণ, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে যে চুক্তি হয়েছিল তা ভেঙে ফেলবে পাকিস্তান। ওই কর্তা বলেছেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবিতেই হাইব্রিড মডেলে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। দুই দেশের বোর্ড ও আইসিসির মধ্যে চুক্তি হয়েছিল। কিন্তু পাকিস্তান যদি না খেলে তা হলে সেই চুক্তি ভাঙা হয়ে যাবে। সে ক্ষেত্রে কড়া শাস্তি হতে পারে তাদের।”

এর মধ্যেই পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’ জানিয়েছে, পুরো বিশ্বকাপ বয়কট না-ও করতে পারে পাকিস্তান। কারণ, সে ক্ষেত্রে যে শাস্তি হতে পারে সে কথা জানেন নকভিরা। সেই কারণে শুধুমাত্র ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান। এই বিতর্কের মাঝেই ১৫ সদস্যের বিশ্বকাপের দলও ঘোষণা করেছে পাকিস্তান। পাশাপাশি নকভি জানিয়েছেন, দলঘোষণা মানেই বিশ্বকাপে খেলা চূড়ান্ত নয়। ফলে সব মিলিয়ে এখনও পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Advertisement
আরও পড়ুন