A R Rahan Row

‘এই বৈষম্য বহু যুগের’! রহমানের দাবিকে নস্যাৎ করতে গিয়ে ‘ধর্মীয় অসহিষ্ণুতা’কেই মান্যতা সুভাষের?

রহমানের দাবি, তাঁর ধর্মীয় বিশ্বাসের জেরেই বলিউডে তিনি কোণঠাসা। পরিচালক সুভাষ ঘাইয়ের মতে, এই ঘটনা নতুন নয়। আবহমান কাল ধরে সর্বত্রই ঘটছে। আর কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১২:৩৪
এ আর রহমান প্রসঙ্গে কী মত সুভাষ ঘাইয়ের?

এ আর রহমান প্রসঙ্গে কী মত সুভাষ ঘাইয়ের? ছবি: ফেসবুক।

এ আর রহমানের করা অভিযোগকে পাত্তা দিতে চাইলেন না পরিচালক সুভাষ ঘাই? আন্তর্জাতিক সুরকার-শিল্পীর দাবি, তিনি মুসলিম। বলিউডে তাই যেন তিনি কোণঠাসা! সুভাষের মতে, রহমানের ক্ষেত্রে কোনও নতুন ঘটনা ঘটেনি। আবহমানকাল ধরে এই ঘটনা ঘটে আসছে।

Advertisement

রহমানকে পাল্টা কটাক্ষ করতে গিয়ে কি বর্ষীয়ান পরিচালক পরোক্ষে দাবি করলেন, যে তাঁর দেশে ধর্মীয় অসহিষ্ণুতা বিদ্যমান?

সুভাষের বক্তব্যে যেন তেমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, এই সমস্যা সমাজে বহু যুগ ধরে চলেছে। যাঁরা নিজেদের কাজে মনোযোগী, তাঁরা এই বিষয় নিয়ে মাথা ঘামান না! তাঁর বক্তব্য প্রকাশ্যে আসতেই বলিউড মনে করছে, তিনি বুঝি এ ভাবেই বলতে চাইছেন যে, দেশে সাম্প্রদায়িক অসম্প্রীতি রয়েছে। সুভাষের সাফ দাবি, বিনোদনদুনিয়াতেও এই রীতি-রেওয়াজ বহু যুগ ধরে চলে আসছে। তাঁর কথায়, “আমি নাগপুরে জন্মেছি। দিল্লিতে স্কুলজীবন কেটেছে। আমরা চাঁদনি চকে থাকতাম। আমি যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখনও এই সমস্যাটি ছিল। কলেজে পড়ার সময়েও কোনও পরিবর্তন ঘটেনি। পরে কর্মসূত্রে মুম্বইয়ে চলে আসার পরেও বিষয়টি বর্তমান।”

বর্ষীয়ান পরিচালক এখানেই থামেননি। তাঁর আরও বক্তব্য, “সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি সব সময়েই আলোচনায় থাকে। আগামী দিনেও থাকবে। যেমন, সাম্প্রদায়িক অস্থিরতা এবং বেকারত্ব নিয়ে আলোচনা হয়। আমি জানি, আগামী বছরগুলোতেও এই আলোচনা চলবে।” তাই এই ধরনের বহু চর্চিত বিষয়গুলি নিয়ে তিনি ভাবিত নন। তাঁর এ-ও মত, কোনও ব্যক্তির একটি বক্তব্যকে ধরে অযথা চর্চা হওয়াও কাম্য নয়। কারণ, ওই ব্যক্তি নিশ্চয়ই কথাপ্রসঙ্গে বক্তব্য রেখেছিলেন।

Advertisement
আরও পড়ুন