Shaan-Anup Jalota on AR Rahman

‘সঙ্গীতজগতে ধর্মীয় বিভেদ থাকলে আমরাও শিকার হতাম!’ আসলে কী বোঝাতে চাইলেন অনুপ, শান?

রহমানের দাবি, কেন্দ্রে সরকারের বদল ঘটায় সম্ভবত তিনি কম কাজ পাচ্ছেন। এ ব্যাপারে অনুপ জলোটা বা শান কী বললেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৮:৫২
Singer Anup Jalota And Shaan Open Up On A R Rahman Issue

রহমানকে কি সমর্থন করেলন অনুপ এবং শান? ছবি: সংগৃহীত।

দিনকয়েক আগেই সুরকার এআর রহমান জানিয়েছিলেন, বলিউডে গত আট বছরে প্রচুর কাজ হাতছাড়া হয়েছে তাঁর। এ ব্যাপারে তিনি পরোক্ষে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ আনেন। মূলত বিজেপির বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদের অভিযোগই ছিল তাঁর বক্তব্যের নির্যাস। তবে এ বার রহমানের বক্তব্য খণ্ডন করতে নেমেছেন গায়ক অনুপ জালোটা ও শান। তাঁদের বক্তব্য বিনোদনজগতে এমন কোনও ঘটনার সম্মুখীন তাঁরা কখনও হননি। কিন্ত সেটা করতে গিয়ে পরোক্ষে কি রহমানকে সমর্থনই করে ফেললেন অনুপ-শান? দুই গায়কের দাবি, তাঁরা কিন্তু যথেষ্ট কাজ পান। তাঁদের মতে, গানের দুনিয়ায় অন্তত এ রকম কিছুই ঘটে না। রহমান যা বলছেন, তেমন কিছু ঘটলে তাঁর এত দিন টিকে থাকতে পারতেন না।

Advertisement

অনুপ এ প্রসঙ্গে নিজের কথা তুলে ধরেছেন। জানিয়েছেন, তিনি মাত্র পাঁচ বছরে ২৫ বছরের সমান কাজ করেছেন। কোনও বিভাজন থাকলে তিনি এত অল্প সময়ে এই পরিমাণ সুযোগ পেতেন না। অন্য দিকে, শান নয় নয় করে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন বলিউডে। রহমানের বক্তব্য প্রসঙ্গে তাঁর যুক্তি, “২৫ বছর ধরে অনেক গেয়েছি। শ্রোতাদের ভালবাসাও পেয়েছি। তার পরেও এমন অনেক দিন গিয়েছে বা যায়, যখন হাতে কাজ থাকে না। ধর্মীয় বিভাজন থাকলে এ রকম কিছু আমার সঙ্গে অন্তত হয়নি।”

রহমানের অভিযোগ অনুযায়ী, গত আট বছরে বহু কাজ হারিয়েছেন তিনি। দায়ী করেছেন বলিউডের অন্দরে থাকা কুসংস্কার বা ধর্মীয় ভেদাভেদকে। তাঁর কথায়, “গত আট বছরে ক্ষমতাবদলের পর থেকে এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।” নাম না করে রহমান অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রীয় সরকার ধর্মীয় ভেদাভেদ করে। তিনি মুসলিম বলেই হয়তো কাজ পাচ্ছেন না বা কম পাচ্ছেন।

এখানেই উঠেছে প্রশ্ন। অনুপ-শানের বক্তব্য, তাঁরা কোনও ভেদাভেদের শিকার হননি। তাঁরা দিব্যি কাজ পেতেন। অথচ, রহমানের স্পষ্ট অভিযোগ, গত আট বছরে তিনি সম্ভবত ধর্মীয় ভেদাভেদের শিকার। এখানেই প্রশ্ন উঠেছে, সঙ্গীতদুনিয়ায় ধর্মীয় বিভেদ নেই— এটা প্রমাণ করতে গিয়ে কি ধর্মভেদকেই স্পষ্ট করে দিলেন শান ও অনুপ?

Advertisement
আরও পড়ুন