AR Rahman

ধর্মীয় বিভাজনের জন্য কাজ হাতছাড়া রহমানের! পদ্মশিবিরকে এই প্রসঙ্গে এ বার খোঁচা দিলেন কে?

কাজ হাতছা়ড়া হওয়ার কারণ হিসাবে ধর্মীয় বিভাজনের কথা বলেছেন রহমান। এই মন্তব্যে এ বার প্রতিক্রিয়া দিয়েছেন ‘এআইমিম’ দলের মুখপাত্র ওয়ারিস পাঠান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২১:৩৬
রহমানের মন্তব্যের জেরে বিজেপিকে কটাক্ষ!

রহমানের মন্তব্যের জেরে বিজেপিকে কটাক্ষ! ছবি: সংগৃহীত।

বলিউডে গত আট বছরে প্রচুর কাজ হাতছাড়া হয়েছে এআর রহমানের। নিজেই দাবি করেছেন সুরস্রষ্টা। কাজ হাতছা়ড়া হওয়ার কারণ হিসাবে ধর্মীয় বিভাজনের কথা বলেছেন তিনি। তাঁর দাবি, গত আট বছরে ক্ষমতায় যাঁরা রয়েছেন, তাঁরা কেউই সৃজনশীল নন। এই মন্তব্যে এ বার প্রতিক্রিয়া দিয়েছেন ‘এআইমিম’ দলের মুখপাত্র ওয়ারিস পাঠান।

Advertisement

রহমানের এই মন্তব্য বিবেচনা করে দেখার সময় এসেছে বলে দাবি করেছেন ওয়ারিস পাঠান। শুক্রবার সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “এআর রহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার। উনি যদি এটা বলে থাকেন, তা হলে বিষয়টি নিয়ে ভাবা উচিত। যদিও আমি সরাসরি ওঁর মন্তব্যটা কোথাও শুনিনি বা পড়িনি।”

বলিউডে কুসংস্কার বা ভেদাভেদের বিষয় রয়েছে কিনা, সেই প্রসঙ্গে কথা বলেন রহমান। তাঁর নিজস্ব অভিজ্ঞতাও কি আছে? তিনি জানান, গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন। তাই তাঁর কথায়, “গত আট বছরে ক্ষমতার বদল হওয়ার পর থেকে এ সব হয়েছে। কারণ, ক্ষমতা তাঁদের হাতেই রয়েছে যাঁরা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনও হতে পারে। কিন্তু সেগুলো কোনওটাই আমার মুখের উপরে কেউ বলেনি।” এই বিষয়ে সহমত পাঠান। তাঁর বক্তব্য, “আমরাও একই কথা বলছি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একটা বিষয়ই দেখা গিয়েছে। ওরা শুধু ঘৃণা, হিংসাই ছড়িয়েছে। যার ফলে মেরুকরণ হয়েছে এবং পিটিয়ে মারার মতো ঘটনাও ঘটেছে।” রহমানের পক্ষ নিয়ে তিনি পদ্মশিবিরকে কটাক্ষ করেন।

Advertisement
আরও পড়ুন