Priyanka Chopra

‘শ্যামলা নায়িকাকে নিয়ে আমেরিকায় কাজ করছ! মূর্খ নাকি?’ প্রিয়ঙ্কাকে নিয়ে হাসাহাসি হয়েছিল হলিউডে?

‘ব্রাউন’ অভিনেত্রীকে আমেরিকার বিনোদনজগতে তুলে ধরার বিষয়টি নিয়ে হাসাহাসি হয়েছিল বিস্তর, জানিয়েছেন তাঁর আপ্তসহায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫
বাধা হয়ে দাঁড়ায় প্রিয়ঙ্কার গায়ের রং?

বাধা হয়ে দাঁড়ায় প্রিয়ঙ্কার গায়ের রং? ছবি: সংগৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডে পরিচিত নাম। সম্প্রতি আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চেও সঞ্চালিকার ভূমিকার দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এই সফর মোটেই সহজ ছিল না। প্রথম বাধা হয়ে দাঁড়ায় গায়ের রং। সম্প্রতি এই প্রসঙ্গে কথা বলেছেন প্রিয়ঙ্কার আপ্তসহায়ক অঞ্জুলা অচারিয়া।

Advertisement

‘ব্রাউন’ অভিনেত্রীকে আমেরিকার বিনোদনজগতে তুলে ধরার বিষয়টি নিয়ে হাসাহাসিও হয়েছিল বিস্তর, জানিয়েছেন অঞ্জুলা। ওয়েব সিরিজ় ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। আপ্তসহায়ক হিসাবে প্রিয়ঙ্কাকে হলিউডের সঙ্গে পরিচয় করানোর সময়ে বেশ কিছু ঘটনার মুখোমুখি হয়েছিলেন অঞ্জুলা। শ্যামলা অভিনেত্রীকে হলিউডে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এই দেখে অঞ্জুলাকে অনেকে মূর্খ বলেও কটাক্ষ করেন।

অঞ্জুলা সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, “লোকজন আমাকে বলেছিল, আমি নাকি বোকা। কারণ, আমি প্রিয়ঙ্কার আপ্তসহায়কের কাজ করছি। সবাই বলেছিল, ‘বলিউডের শ্যামলা অভিনেত্রী আমেরিকায় কোনও কাজ পাবে না’।” সেই সময় অঞ্জুলা উদ্যোগপতি জিম্মি আইয়োভাইনের সঙ্গে দেখা করে বলেছিলেন, “আমাকে সবাই পাগল ও মূর্খ বলছে।” জিম্মিও বহু শিল্পীকে প্রতিষ্ঠিত করেছেন। তাই অঞ্জুলার কথা শুনে জিম্মি বলেছিলেন, “যখন আমি সাদা চামড়ার র‌্যাপার এমিনেমকে তুলে ধরতে চেয়েছিলাম, আমাকেও সকলে উন্মাদ বলেছিল।”

‘কোয়ান্টিকো’ থেকেই প্রিয়ঙ্কার বিদেশে কাজ শুরু হয়েছিল। তার পর থেকে আর পিছন ফিরে তাকাননি অভিনেত্রী। হলিউডে তাঁর প্রথম বড়পর্দার ছবি ‘বেওয়াচ’। সেই ছবিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। এর পরে ‘ম্যাট্রিক্স: রেভোলিউশন’, ‘সিটা়ডেল’, ‘লভ এগেন’-এর মতো কিছু কাজ করেছেন প্রিয়ঙ্কা। বর্তমানে অভিনেত্রী আমেরিকারই পাকাপাকি বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন