Deepika Padukone 8 hour shift

‘নির্দিষ্ট সময় খাবার ও বিরতি চাই-ই চাই’, দীপিকার আট ঘণ্টার কাজের দাবি নিয়ে মুখ খুললেন সুনীল

বিতর্কে দীপিকা দাবি করেছিলেন, তাঁর আগে বহু পুরুষ তারকারও এমনই দাবি ছিল। কিন্তু তাঁরা পুরুষ বলে এই বিতর্কে জড়াতে হয়নি। এ বার শুটিং-এর সময়সীমা নিয়ে কথা বললেন সুনীল শেট্টী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ২০:৩৯
দীপিকার আট ঘণ্টার বিতর্কে কী বললেন সুনীল?

দীপিকার আট ঘণ্টার বিতর্কে কী বললেন সুনীল? ছবি: সংগৃহীত।

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই দাবি করার পর থেকে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বিষয়টি নিয়ে বিস্তর তরজাও চলেছে বলিউডে। বিতর্কে দীপিকা দাবি করেছিলেন, তাঁর আগে বহু পুরুষ তারকারও এমনই দাবি ছিল। কিন্তু তাঁরা পুরুষ বলে এই বিতর্কে জড়াতে হয়নি। তিনি মহিলা হয়ে এই দাবি করায় আলোচনা হচ্ছে। এ বার শুটিং-এর সময়সীমা নিয়ে কথা বললেন সুনীল শেট্টী।

Advertisement

সুনীল স্পষ্ট জানিয়েছেন, ১২ থেকে ১৮ ঘণ্টার বেশি কাজ করা তাঁর পক্ষে সম্ভব নয়। ব্যক্তিগত জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং প্রয়োজনে বিরতি নেওয়া তাঁর জন্য জরুরি। সুনীলের কথায়, “আমি সব সময়ে নিশ্চিত করি, আমি যেন শুধু কাজের সময়টুকুতেই কাজ করি। কাজের সময়সীমা যদি ৯টা থেকে ৬টা হয়, আমি তা হলে ওই সময়সীমার মধ্যেই কাজ করব। প্রযোজক সমস্যায় পড়লে, অবশ্যই আমি ৯টা থেকে ৯টাও কাজ করব। আসলে এই বোঝাপ়ড়াটা থাকা দরকার। নির্দিষ্ট সময়ের বেশি কাজ করলে, আমি আমার সেরা কাজটা করতে পারব না।”

অ্যাকশন নায়ক হিসাবে পরিচিত ছিলেন সুনীল। তাই নির্দিষ্ট সময়ে খাওয়াদাওয়া, বিরতির প্রয়োজন। অভিনেতার বক্তব্য, “নির্দিষ্ট সময়ে আমার মধ্যাহ্নভোজ, চাই, বিরতি চাই। না-হলে আমি খুব বিরক্ত হয়ে যাই। বিরতি নিলেই আমি উজ্জীবিত হয়ে উঠি। তাই আমাকে দিয়ে ভাল কাজ করাতে হলে, আমাকে সময় দিতে হবে।আমি ৬৫ বছরেও এতটা সবল, কারণ ঠিক সময়ে শরীরচর্চা করেছিলাম। আমার থেকে শরীরচর্চা করার সময় ছিনিয়ে নেওয়া মানে জীবন ছিনিয়ে নেওয়া।”

উল্লেখ্য, মা হওয়ার পরে দীপিকা জানান আট ঘণ্টার বেশি তিনি কাজ করবেন না। এর জেরে সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ থেকে তিনি বাদ পড়েন।

Advertisement
আরও পড়ুন