Ranbir Kapoor

‘সাঁওয়ারিয়া’ ছবির সেটে রানির দেওয়া উপদেশ এখনও ভোলেননি রণবীর, কী বলেছিলেন নায়িকা?

ইন্ডাস্ট্রিতে রানি মুখোপাধ্যায়ের ৩০ বছরের অভিনয়জীবন। আনন্দিত তাঁর অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্দরের প্রায় সবাই। এ প্রসঙ্গে কী বললেন রণবীর?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৪:০৩
রণবীরকে কী উপদেশ দিয়েছিলেন রানি?

রণবীরকে কী উপদেশ দিয়েছিলেন রানি? ছবি: সংগৃহীত।

কিছু দিন পরেই মুক্তি পাবে ‘মর্দানি ৩’। প্রচারে ব্যস্ত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। আর গোটা বলিপাড়া ব্যস্ত, নায়িকার অভিনয়জীবনের ৩০ বছরের পূর্তি উদ্‌যাপনে। এ বার সহ-অভিনেত্রী ও সিনিয়র হিসাবে রানির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা রণবীর কপূর।

Advertisement

২০০৭-এ ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় হাতেখড়ি হয় রণবীরের। সেই ছবিতেই অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রানি। তাঁর মতো অভিজ্ঞ অভিনেত্রী ঠিক কী উপদেশ দিয়েছিলেন রণবীরকে? ১৯ বছর আগে রানির দেওয়া সেই উপদেশ নায়ককে উন্নতি করতে অনেকটাই সাহায্য করেছে। সে কথাই ভাগ করে নিলেন অভিনেতা।

সঞ্জয় লীলা ভন্সালীর সেটে রানির সঙ্গে তাঁর কথোপকথন এখনও অক্ষরে অক্ষরে মনে আছে রণবীরের। নায়ক বলেন, “রানি আমাকে বলেছিলেন, যদি আমি খুব মন দিয়ে কাজ করি, পরিশ্রম করি, তা হলে নিশ্চিত অভিনেতা হিসাবে উন্নতি করব। আমি কাউকে বোঝাতে পারব না, রানির অভিনীত ছবিগুলো আমার উপরে কতটা প্রভাব ফেলেছে। অনেক ধন্যবাদ ওঁকে যে এত ভাল ভাল ছবি উপহার দিয়েছেন আমাদের।” নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ইন্ডাস্ট্রির সবাই। নায়িকা নিজেও বার বার ধন্যবাদ জানিয়েছেন কর্ণ জোহর, শাহরুখ খান, আমির খান-সহ আরও অনেককে।

Advertisement
আরও পড়ুন