Lokkhi Jhnapi Serial

শটের ফাঁকে সমীকরণ জমে ক্ষীর! বাস্তবে সম্পর্কে জড়ালেন ‘লক্ষ্মী ঝাঁপি’র নায়ক-নায়িকা? কী উত্তর সৌরভের

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ চক্রবর্তীর মধ্যে বাস্তবেও বন্ধুত্ব গভীর হয়েছে। সরস্বতীপুজোর বেশ কিছু ছবি এই গুঞ্জন আরও জোরালো করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:১১
প্রেম করছেন শুভস্মিতা এবং সৌরভ?

প্রেম করছেন শুভস্মিতা এবং সৌরভ? ছবি: সংগৃহীত।

সরস্বতীপুজো হয়ে যাওয়া মানেই বসন্ত এল বলে। এই সময়ে বাতাসের মিষ্টি গন্ধ সবার মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করে। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সময়ের খানিকটাআগেই বসন্ত উঁকি দিচ্ছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সেটে। শোনা যাচ্ছে, ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি এ বার বাস্তবেও বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে ‘ঝাঁপি’ এবং ‘দীপ’-এর মধ্যে। সত্যিই কি তাই?

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ চক্রবর্তীর মধ্যে বাস্তবেও বন্ধুত্ব গভীর হয়েছে। সরস্বতীপুজোয় বেশ কিছু ছবি দেখা গিয়েছে তাঁদের। যেখানে দেখা গিয়েছে নায়কের বাহুলগ্না নায়িকা। আবার সৌরভের গাড়িতে করেই নায়িকাকে আসতে দেখা গেল পুজোর অনুষ্ঠানে।

তা হলে কি সত্যিই সম্পর্কে জড়িয়েছেন তাঁরা? এ প্রসঙ্গে, আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল নায়কের সঙ্গে। তিনি বললেন, “একসঙ্গে কাজের সূত্রে আমাদের ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে। পর্দার সমীকরণ দেখে যে বাস্তবেও দর্শকের মনে হচ্ছে আমরা সম্পর্কে আছি, সেটাকে আমি ইতিবাচক ভাবেই নিচ্ছি। এই মুহূর্তে যে বন্ধুত্ব তৈরি হয়েছে তার কথাই বলতে পারব। আগামী দিনে কী হবে সেটা তো এখন থেকে কিছু বলতে পারব না। তবে এটা ঠিক, শটের ফাঁকে আমাদের ভাল আড্ডা হয়।”

এই মুহূর্তে ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে দু’জনের জুটি নিয়ে খুবই আলোচনা হচ্ছে। টিআরপি তালিকায় এখনও সে ভাবে উপরের দিকে দেখা যায়নি এই ধারাবাহিককে। এই সমীকরণ কি আগামী দিনে টিআরপি নম্বর বাড়াবে? তা অবশ্য সময় বলবে।

Advertisement
আরও পড়ুন